“তুমি রবে নীরবে হৃদয়ে মম” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্য্যতা, আনন্দ-উৎফুল্লে, ও উৎসাহ উদ্দীপনায় বিগত ১৭ জুন মুক্তিদাতা হাইস্কুল, বাগানপাড়া, রাজশাহী-এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথের ১৬২তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম জয়ন্তী উৎসব পালন করা হয়।

অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রাণের স্পন্দন উৎসারিত হয় যা ছিল দৃষ্টি নন্দন । সকলের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে দিনটি ছিল আনন্দঘন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আব্দুস সামাদ মন্ডল, অধ্যক্ষ (অবঃ) টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি।

অতিথিদের আসন গ্রহণের পর উদ্বোধনী নৃত্যের মাধ্যমে সকল অতিথি, শিক্ষক, অভিভাবক ও প্রধান শিক্ষকসহ সকলকে ফুলের তোড়া ও ব্যাচ প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় এবং রবীন্দ্র-নজরুলের প্রতি সম্মান-শ্রদ্ধা নিবেদনার্থে তাঁদের প্রতিকৃতিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি পুষ্পমাল্য প্রদান এবং প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ প্রদীপ প্রজ্জ্বলন করেন।

উদ্বোধনী বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম সবাইকে স্বাগত জানান এবং কবিদের জন্ম-জয়ন্তী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও কবিদের নিয়ে জ্ঞান গর্ব আলোচনা করেন প্রধান অতিথি শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী, বিশেষ অতিথি প্রফেসর মো. আব্দুস সামাদ মন্ডল, প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি, মিসেস সবিতা মারান্ডী ও মিসেস মনিকা ঘরামী। বাংলার সাহিত্য জগৎ , জ্ঞান-বিজ্ঞান, তাদের সৃষ্টিশীল রচনা সম্ভার, কবিদের চিন্তা-চেতনা, তাদের মননশীলতা, তাদের উদারতা, তাদের দৃষ্টিভঙ্গি আলোচকদের আলোচনায় ফুটে উঠেছে।

দিনের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত, আসন গ্রহণ, সার্বজনীন প্রার্থনা, উদ্বোধন অনুষ্ঠান, অতিথিদের বরণ, আলোচনা, রবীন্দ্রনাথের ছোট নাটিকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরিশেষে সকলকে আপ্যায়নের মাধ্যমে দিনের কর্মসূচী সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন লূক পিউরীফিকেশন

Please follow and like us: