শিশুরাই আমাদের ভবিষ্যৎ ও ভবিষ্যতের কর্ণধার। তাই যিশু বললেন, “ শিশুদের আমার কাছে আসতে দাও”। শিশুরা যেন নিরাপদে, সুস্থ্য দেহ ও মন মানসিকতায় বড় হতে পারে এবং শিশুদের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে গত ১৬ জুন, ২০২৩ খ্রিস্টবর্ষ চাঁদপুকুর ধর্মপল্লীর অধিনস্থ পালকীয় সেবা কেন্দ্রে শিশু সুরক্ষা ও অভিভাবক সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হলো। উক্ত সেমিনারে পত্নীতলা থানার মহিলা কমিশনার, চাঁদপুকুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া, সহকারী পাল-পুরোহিত, ডিকন, সেন্ট পলস হাই স্কুলের প্রধান শিক্ষিকাসহ আরো দুজন সিস্টার এবং মোট ৩২০ জন অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন ও নৃত্যের মধ্য দিয়ে সেমিনার আরম্ভ করা হয়। উক্ত সেমিনারী শিশুদের সুরক্ষায় পরিবারের ভূমিকা কি এবং পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা ও শিক্ষা প্রদান করা হয়।
ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া বলেন, শিশুদের নৈতিক শিক্ষা এবং সুপ্ত প্রতিভা ও মানসিক বিকাশ ঘটানোর দায়িত্ব আমাদের সকলের। পরিবারের পিতা-মাতা হিসেবে আপনাদের দায়িত্ব যেন শিশুরা সঠিক পথে হাঁটতে পারে সে জন্য সব সময় সচেতন থাকতে হবে এবং সকল দিক থেকেই শিশুদের সুরক্ষা প্রদান করতে হবে।
পরবর্তীতে দুপুরের আহারের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু