বনপাড়া বোর্ডিং প্রতিষ্ঠালগ্ন থেকেই অনেক গরীব এবং পিছিয়ে পড়া ছেলেদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছে। বনপাড়া বোর্ডিং  যিশুর পবিত্র হৃদয়ের নিকট উৎসর্গীকৃত। ১৬ই জুন যিশু হৃদয়ের পর্ব উপলক্ষে বনপাড়া যিশু হৃদয় বোর্ডিং-এ  বিশেষ প্রার্থনানুষ্ঠান অনুষ্ঠিত  হয়।
এদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে সকলে বোর্ডিং চত্বরে উপস্থিত হলে সকল ছেলেদের উদ্দেশ্যে লর্ড রোজারিও বলেন,” যিশু আমাদের সকলের পাপের জন্য প্রাণ দিয়ে আমাদের জন্য পরিত্রাণ এনেছেন এবং আমাদের সকলকে তার হৃদয়ে ধারণ করে রেখেছেন।স্মরণ করি প্রাক্তন ও বর্তমান সকল ছাত্রদের যারা যিশু হৃদয়ের ছায়াতলে বাস করে বর্তমানে ভালো অবস্থানে আছেন।
“এরপরপরই শুরু হয় যিশুর পবিত্র হৃদয়ের প্রতিচ্ছবি নিয়ে আলোক শোভাযাত্রা। সকলে মোমবাতি জ্বালিয়ে যিশুর পবিত্র হৃদয়ের মালা প্রার্থনা করেন।
প্রার্থনায় অংশগ্রহণকারী এক যুবক রনি  মূর্মু  বলেন ” আজকে আমরা যিশু হৃদয়ের পর্ব উদযাপন করছি আর যিশু আমাদের সকলকে তার হৃদয়ে স্থান দিয়েছেন। তাই আজকে আমাদের প্রতিপালক প্রভু যিশুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই “।
প্রার্থনার শেষে  লর্ড রোজারিও সকলকে ধন্যবাদ জানান এবং সবসময় যিশু হৃদয়ের নিকট প্রার্থনার আহ্বান জানান। পরিশেষে কীর্তন গানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও
Please follow and like us: