গত
২১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ বুধবার, সাধু পৌলের গির্জা, কাটাডাঙ্গা ধর্মপল্লীতে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয়। এই দিন ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ১৫০ জন শিশু (১ম শ্রেণী থেকে ৭ম শ্রেণীর শিশুরা) এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে দিবস উদযাপন শুরু হয় এবং খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাঃ রন্জিত কস্তা ওএমআই।
দিবসটিতে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল “সহযাত্রী মণ্ডলিতে (সিনোডাল চার্চ) শিশুদের মিলন, অংশগ্রহণ এবং প্রেরণ দায়িত্ব”। শিশুমঙ্গল দিবসটি উদযাপন কর্মসূচীতে আরো ছিল : র্যালি , শ্রেণী ভিত্তিক আলোচনা, বিভিন্ন ধরণের প্রতিযোগীতামূলক খেলা, প্রতিযোগীতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ।
পরিশেষে মধ্যাহ্ন আহারের মাধ্যমে দিবসের কর্মসূচীর সমাপ্ত করা হয়। প্রোগ্রামটি ফলপ্রসু করার লক্ষ্যে ধর্মপল্লীর সকল যাজক, সিস্টার এবং কিছু সংখ্যক যুব ভাই-বোনেরা সক্রিয় দায়িত্ব পালন করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: সমর দাংগো