২৩ জুন রোজ শুক্রবার  বনপাড়া ধর্মপল্লীতে শিক্ষার্থী ও যুবাদের প্রতিপালক সাধু আলুইসিউস গঞ্জাগা-এর পর্ব উদযাপন করা হয়। এদিন সকাল ৯.০০ ঘটিকায় ধর্মপল্লীর স্কুল- কলেজ পড়ুয়া যুবক-যুবতীদের জন্য খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস কস্তা এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন ফাদার পিউস গমেজ ও ফাদার লিপন রোজারিও।
খ্রিস্টযাগের উপদেশে  ফাদার দিলীপ এস কস্তা বলেন,” সাধু আলুইসিউস গঞ্জাগা হলেন যুবক- যুবতীদের প্রতিপালক। ইতালির মান্তুয়া শহরে তিনি জন্মগ্রহণ করেন। অনেক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েও তিনি ত্যাগী জীবন – যাপন করেছেন। তোমরা যুবক- যুবতী যারা আছো তোমরা ধর্মপল্লীতে আসবে এবং ফাদারদের সাথে ভালো যোগাযোগ রাখবে কারণ ধর্মপল্লীটা তোমাদের। “
খ্রিস্টযাগের পর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তাসহ অন্যান্য ফাদার, সিস্টার ও অংশগ্রহণকারী সকলকে ফুলের মাধ্যমে পর্বীয় শুভেচ্ছা জানানো হয় । পাল- পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, বনপাড়া সেমিনারীর পরিচালক ফাদার লিপন রোজারিও সকলকে পর্বীয় শুভেচ্ছা জানান।
পরে ফাদার পিউস গমেজ, ‘যুবাদের প্রতিপালক আলুইসিউস গঞ্জাগা ‘  উক্ত বিষয়ের উপর সহভাগিতা করেন। তিনি তার সহভাগিতায় বলেন,” গাছ যত বড় হয়, শিকড় তত গভীরে যায়। সাধু আলুইসিউস গঞ্জাগার তিনটি গুণ- সেবাকাজ, নম্রতা ও কৃচ্ছ্তা অনুসরণ করে আমরা কাজ করতে পারি।” এছাড়াও তিনি বর্তমান বাস্তবতায় যুবাদের অংশগ্রহণ, ভূমিকা ও করনীয় সম্পর্কে তার সহভাগিতায় আলোকপাত করেন।
অংশগ্রহণকারী একজন যুবা শুভ্র কোড়াইয়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন,” বর্তমান যুবক- যুবতীদের অবস্থা খুব একটা ভালো না। আজকে ফাদারগণ আমাদের যেভাবে বলেছেন আমরা সেভাবে চলতে চেষ্টা করব এবং আগামীতে আরো অনেককে উৎসাহিত করব।
পরিশেষে মুক্তালোচনা ও টিফিন গ্রহণের মধ্যে দিয়ে অর্ধদিবসব্যাপী শিক্ষার্থী ও যুবাদের প্রতিপালক সাধু আলুইসিউস গঞ্জাগার পর্ব উদযাপন সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার – লর্ড রোজারিও 
Please follow and like us: