গত ১৯ থেকে ২৪ জুন, ২০২৩ রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে ১০৫ জন, অংশগ্রহণকারী নিয়ে এসএসসি পরীক্ষৌওর খ্রিস্টীয় গঠন প্রশিক্ষণ ২০২৩ অনুষ্ঠিত হয়। এই গঠন প্রশিক্ষণের প্রধান লক্ষ্য ছিল যুবক-যুবতীরা যেন সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারে।
এ বছর এসএসসি পরীক্ষৌওর খ্রিস্টীয় গঠন প্রশিক্ষণের মূলসুর ছিল ” মারীয়া উঠে সঙ্গে সঙ্গে যাত্রা করলেন”। প্রশিক্ষণটির শুভ উদ্বোধন করা হয় পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে এবং শেষ হয় পবিত্র খ্রিস্টযাগ এবং সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে।
উদ্বোধনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। তিনি তার উপদেশে যুবক-যুবতীদের উদ্দেশ্যে বলেন, যিশু আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছেন,তাই আমরা যেন পাপমুক্ত থাকি। কিন্তু তবুও আমরা জাগতিক মোহে,আকর্ষনে জড়িয়ে পরি। তাই আমাদের জাগতিক মোহ ত্যাগ করে যিশুর পথ অনুসরণ করতে আহ্বান করেন বিশপ মহোদয়। তিনি আরো বলেন, আমাদের উচিত শত্রুকে ভালোবাসা। শত্রুকে ভালোবাসার মধ্য দিয়ে খ্রিস্টের ভালোবাসা অন্যের প্রতি ছড়িয়ে দেওয়া।
এবারের প্রশিক্ষণে বিভিন্ন ফাদার এবং প্রফেসরগণ তাদের জীবনের আলোকে বিভিন্ন বিষয় সহভাগিতা করেন। যেমন :পবিত্র বাইবেল,মাণ্ডলিক আইন, প্রজনন স্বাস্থ্য, ক্যারিয়ার প্ল্যানিং ইত্যাদি। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন সাধু সাধ্বীর জীবনীভিত্তিক নাটিকা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন সময়ে বিভিন্ন ফাদার, সিস্টার, ব্রাদারগণ তাদের জীবনাহব্বান সহভাগিতা করেন। যাতে করে অংশগ্রহণকারীরা তাদের জীবন আহ্বান নির্ধারণ করার সুযোগ পায় এবং সবশেষে পবিত্র খ্রিস্টযাগ, সার্টিফিকেট বিতরণ এবং পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষৌওর খ্রিস্টীয় গঠন প্রশিক্ষণ ২০২৩ এর পরিসমাপ্তি হয়।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডি। তিনি তার উপদেশে, সকলকে দীক্ষাগুরু যোহনের পর্ব দিনে পর্বীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, দীক্ষাগুরু যোহনের মতো আমরাও যেন সত্যের পথে চলতে পারি। সবসময় যেন সত্যেকে গ্রহণ করি এবং সত্যেকে প্রচার করতে পারি।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী অর্ঘ রোজারিও বলেন, এই প্রশিক্ষণে এসে আমি অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি। এই প্রশিক্ষণে যে সকল শিক্ষা পেয়েছি তার সাহায্যে আমার জীবন পথে চলা অনেক সহজ হবে। আর একজন অংশগ্রহণকারী শ্রেয়া মন্ডল বলেন, এই প্রশিক্ষণে আসতে পেরে আমি অনেক আনন্দিত। এই প্রশিক্ষণে যা কিছু শিখেছি সে সকল শিক্ষা আমার সুষ্ঠু ভবিষ্যৎ গঠনে সাহায্য করবে এবং অনুপ্রেরণা দিবে।
বরেন্দ্রদূত রিপোর্টার : অংগিতা রীতা ক্রুশ
Please follow and like us: