সন্তোষপুর গ্রামবাসীর আয়োজনে ২৯ শে জুন ২০২৩ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সাধু পিতর ও পলের মহাপর্ব। এতে উপস্থিত ছিলেন অত্র ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুর্মু, সাধু পিতর সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফাদার ফাউস্তিনো বিশ্বনাথ মারান্ডী, সিস্টারগণ, সেমিনারিয়ানগণ এবং প্রায় একশত খ্রিস্টভক্তগণ।

পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে শুরু হয় সাধু পিতর ও পলের মহাপর্বের অনুষ্ঠান। খ্রিস্টযাগ উৎসর্গ করেন অত্র ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুর্মু। ফাদার উইলিয়াম মুর্মু বলেন , প্রতিবছরের ন্যায় এ বছরও দুজন মহান সাধুর পর্ব পালন করেছি। তবে শুধু পালন করা নয়, যেন নতুন চেতনায় নতুন উদ্যমে এই দুই মহান সাধুর ন্যায় খ্রিস্টের বাণী অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারি। সাধু পিতর ছিলেন সামান্য জেলে এবং সাধু পল ছিলেন খ্রিস্টানদের হত্যাকারী কিন্তু যিশু দুজনকেই আহ্বান করেছেন। তেমনি যিশু আমাদেরও বিভিন্ন ভাবে তার কাছে আহ্বান করছেন।

ফাদার ফাউস্তিনো বিশ্বনাথ মারান্ডী বলেন, একই সাথে দুই সাধুর পর্ব এটি ঐক্যের নির্দেশ করে যেন সকলের সাথে সুসম্পর্ক রেখে জীবন যাপন করি। এই পর্বের মাধ্যমে নতুন জীবনের সূচনা হোক এবং সকলের জীবন আনন্দের ও সুখের হোক।

প্রশান্ত বিশ্বাস মত বিনিময় কালে বলেন, এবারের পর্বটি কম পরিসরে করা হয়েছে। তবে আমরা চেষ্টা করছি সামনের বছরগুলিতে নতুনত্ব নিয়ে আসার জন্য যেন আরো জাকজমকভাবে পর্বটি পালন করতে পারি।

খ্রিস্টযাগের শেষে ফাদার- সিস্টারগণ এবং সেমিনারীয়ানদের ফুলের তোড়ার মাধ্যমে শুভেচ্ছা দেওয়া হয়। অত:পর সকলে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সাধু পিতর ও সাধু পলের মহাপর্ব অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বরেন্দ্রদূত রিপোর্টার: ডেভিড সরেন

Please follow and like us: