আমাদেরে এই বাংলাদেশে অনেক আদিবাসী ভাই-বোনেরা বসবাস করে। তাদের মধ্যে অন্যতম জাতি হলো সান্তাল গোষ্ঠির মানুষ। সিদু , কানু, চাঁদ, ভাইরো সান্তাল সমাজের অন্যতম নায়ক। যারা বিট্রিশ বিরোধী আন্দোলনের প্রথম ভূমিকা রাখেন। তাদের স্মৃতিময় মুহূর্তকে ধরে রাখার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠার জন্য ৩০ জুন আনুষ্ঠানিকভাবে চাঁদপুকুর ধর্মপল্লীতে সিদু-কানু দিবস উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুকুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া, ফাদার সুবল কুজুর, সিএসসি, ফাদার উজ্জ্বল রিবেরু, ডিকন মাইকেল হাঁসদা, কারিতাস কর্মী উমা দি এবং আদিবাসী সমাজের পারগানাসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
ফাদার বেলিসারিও বলেন, আমরা প্রত্যেকে যেন সিদু-কানু, চাঁদ-ভাইরোর মতো অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে কাজ করতে পারি এবং সমাজকে শান্তি ও ন্যায্যতার পথে আনতে পারি।
রেলী ও স্লোগানের মধ্য দিয়ে দিনটির কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে স্মৃতি স্মারকে পুষ্প প্রদানের মধ্যদিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, প্রার্থনা ও নীরবতা, আলোচনা সভা এবং পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: উজ্জ্বল সামুয়েল রিবেরু