গত ২৯-৩০ জুন ২০২৩ খ্রিস্টাব্দে ” মিলনধর্মী ও আর্দশ ধর্মপল্লী গঠনে যুবাদের দায়িত্ব” এই মূলসুরের উপর ভিত্তি করে  সুরশুনিপাড়া ধর্মপল্লীতে ১৬০ জন অংশগ্রহণকারী নিয়ে যুব সেমিনার অনুষ্ঠিত হয়। ২৯ জুন সন্ধ্যায় পবিত্র ঘন্টার মধ‍্য দিয়ে সেমিনার শুরু হয়। রাতে প্রদীপ প‍্রজ্জ্বলন এর মধ‍্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। এই গঠন প্রশিক্ষণের প্রধান লক্ষ্য ছিল যুবক-যুবতীরা যেন একটি মিলনধর্মী ও আর্দশ ধর্মপল্লী গড়ে তুলতে পারে।

৩০ জুন সকালে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা। তিনি বলেন,” যুবক-যুবতী হিসেবে আমরা সবসময় যেন সত্যেকে গ্রহণ করি এবং সত্যেকে প্রচার করতে পারি।”

সহকারি পাল-পুরোহিত ফাদার সুরেশ পিউরীফিকেশন যুব সেমিনারে ‘পবিত্র উপাসনার রীতি -নীতি” বিষয়ে সহভাগিতা করেন এবং ‘মিলনধর্মী ও আর্দশ ধর্মপল্লী গঠনে যুবাদের দায়িত্ব’ বিষয়ে উপস্থাপনা প্রদান করেন ফাদার নবীন কস্তা। এছাড়াও যুব নৈতিকতা ও মূল‍্যবোধের বিষয়ে সহভাগিতা করেন মিঃ বেনেডিক্ট মুর্মু ও মিঃ বেঞ্জামিন টুডু ।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাল-পুরোহিতের ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে যুব সেমিনারের সমাপ্তি ঘটে এবং দুপুরের আহারের পর অংশগ্রহণকারীগণ নিজ নিজ বাড়িতে ফিরে যায়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: সুরেশ পিউরীফিকেশন

Please follow and like us: