গত রাতের অতিবৃষ্টির কারণে বন্যায় রূপ নিয়েছে আর ক্ষতিগ্রস্থ হয়েছে চাঁদপুকুর ধর্মপল্লীর খারিপারা গ্রাম। প্রায় ১২ টি বাড়ির ভিতরে বন্যার পানি প্রবেশ করেছে এবং বাড়িগুলো ভেঙ্গে পড়ছে। অনেকের বাড়ির জিনিসপত্র ভেসে গিয়েছে। অসহায় মানুষেরা কান্না কাটি করছে, বেঁচে থাকার সংগ্রাম করছে। বন্যার কথা শুনেই চাঁদপুকুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বেলিসারিও সিরো ছুঁটে গিয়েছেন মানুষকে সাহায্য করার জন্য। সেই সাথে ফাদার উজ্জ্বল রিবেরু, ফাদার সুবল কুজুর, সিএসসি এবং ডিকন মাইকেল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ফাদার বেলিসারিও সিরো মানুষের কষ্ট দেখে সকলকে মিশনে আশ্রয় নিতে বলেন এবং খাবারের ব্যবস্থা করেন।

ফাদার বেলিসারিও সকলকে আহ্বান করে বলেন, আমরা প্রত্যেকে যেন চাঁদপুকুর ধর্মপল্লীর খারিপারা খ্রিস্টবিশ্বাসীদের পাশে দাঁড়াই, তাদের জন্য প্রার্থনা করি এবং প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দেই।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: উজ্জ্বল সামুয়েল রিবেরু

Please follow and like us: