গত ৭ ফেব্রুয়ারী ২০১৯ খ্রিস্টাব্দে, ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারীনিদের জন্য কমিশনের উদ্যোগে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে “নিবেদিত জীবনে মঙ্গলবাণীর নবপ্রচার” এই মূলসুরকে সামনে রেখে ধর্মপ্রদেশে সেবাদানরত ফাদার-ব্রাদার ও সিস্টারদের জন্য নিবেদিত জীবন দিবস উদযাপন করা হয়। দিবস উদযাপনের শুরুতেই শুভেচ্ছা ও উদ্বোধনী বক্তব্য রাখেন উক্ত কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোড়াইয়া। তিনি বলেন, আমরা যেন সেবা কাজের মধ্যদিয়ে মন্ডলীতে আমাদের জীবনকে পুর্ণভাবে নিবেদন করি। এর পর মূলসুরের উপর সহভাগিতা করেন ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার পল গমেজ। তিনি বলেন, “নিবেদিত জীবন হলো সংস্কার লাভে ঐশ সন্তানের অধিকার নিয়ে যীশুর নামে, যীশুর চরণে, মন্ডলী ও ভক্তবিশ্বাসীদের সাক্রামেন্তীয়, পালকীয় সেবা, বাণী ঘোষণায় ও মন্ডলী বিস্তারে নিজের জীবন উৎসর্গ করা”। অন্যদিকে সিস্টার চন্দ্রা রিবেরু, পিমে “নিবেদিত জীবনে মঙ্গলবাণীর নবপ্রচারের বাস্তব দিক” সহভাগিতা করতে গিয়ে বলেন, জীবনে অনেক আনন্দ, হাঁসি-কান্না, দুঃখ-কষ্টের অভিজ্ঞতা লাভ করেছি। কিন্তু বাণীপ্রচারের মধ্যে যে সত্যিকারের আনন্দ আছে তা আমি এই নিবেদিত জীবনে উপলব্দি করেছি। তাই আমি ঈশ্বরকে আমার এই নিবেদিত জীবনের জন্য অনেক ধন্যবাদ জানাই। এছাড়াও অনুষ্ঠানসূচীতে পরষ্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান, পুনমিলন সংস্কার, পবিত্র আরাধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নিবেদিত জীবন দিবস উদযাপন করা হয়। এতে অংশগ্রহণকারী সেবাদানরত ফাদার-ব্রাদার ও সিস্টারদের সংখ্যা ছিলো ৬৫ জন।

Please follow and like us: