৩রা জুলাই ২০২৩ ইং রোজ সোমবার সাধু পিতর সেমিনারীতে সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারান্ডীর উদ্যোগে মা-মারীয়ার গ্রটোর ভিত্তি প্রস্তর আশির্বাদ প্রার্থনা ও মাটি খননের মাধ্যমে নির্মাণ কাজ আরম্ভ করা হয়।
সেমিনারীর পরিচালক এবং সকল সেমিনারীয়ানগণের উপস্থিতিতে আশির্বাদ প্রার্থনা করেন সাধু পিতর ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুর্মু। এর পরে ফাদার উইলিয়াম মুর্মু, ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারান্ডী, কন্ট্রাক্টর আবু-সাইদ এবং সেমিনারীয়ানগণ মাটি খনন করার মাধ্যমে নির্মাণ কাজটি আরম্ভ করা হয় ।
বরেন্দ্রদূত রির্পোটার: রঞ্জন হাঁসদা
Please follow and like us: