গত ১২ জুলাই ২০২৩ খ্রীস্টাব্দ ফৈলজানা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ধর্মপল্লীতে খ্রিস্টভক্তের উপস্থিতিতে নিকোলাস সুবল ঘরামী সিএসসি ব্রত নবায়ন করেন। ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও সিএস সি’র অর্পিত খ্রিস্টযাগে সিস্টারগণ, এবং খ্রিস্টভক্তের উপস্থিতিতে ব্রত নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খ্রিস্টযাগে পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও নিকোলাস ঘরামীর ব্রত নবায়ন গ্রহণ করেন। ব্রত নবায়নের অনুভূতি ব্যক্ত করে নিকোলাস ঘরামি সিএসসি বলেন, “২৪ জুলাই ২০২০ খ্রিস্টাব্দে সংঘের সংবিধান মেনে আমি ১ম ব্রত গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় প্রতিবছর আমি এ ব্রত নবায়ন করে থাকি। ঈশ্বর আমাকে যাজকীয় জীবনে আহবান করেছেন তারই প্রস্তুতি সরূপ আধ্যাত্মিক ধ্যান প্রার্থনা ও দারিদ্রতা, বাধ্যতা ও কৌমার্য ব্রত পালন ও নবায়নের মাধ্যমে আমি নিজেকে প্রস্তুত করছি তার আহবানে সাড়া দিতে। আমার যাজক হবার পূর্বের ধাপ হিসেবে বছরে বছরে নিজেকে মূল্যায়ন করে নতুন ভাবে নিজেকে প্রস্তুত করার জন্য ঈশ্বরের কাছ থেকে যে সুযোগ পাচ্ছি তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।
ফাদার এ্যাপোলো বলেন, নিকোলাস সুবল ঘরামী সিএসসি এর ব্রত নবায়নের মাধ্যমে খ্রিস্টমণ্ডলিতে তার পালকীয় কাজের ও আধ্যাত্নিক চর্চা করার মধ্য দিয়ে তার আহবান জীবনকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। ২৫ নভেম্বর ১৯৯৫ সালে জন্মগ্রহণ করা নিকোলাস ঘরামী তিনভাই বোনের মধ্যে ২য় । পিতা মিন্টু মার্টিন ঘরামী ও মাতা গীতা হান্না ঘরামী। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা সমাপ্ত করে সেমিনারীতে প্রবেশ করেন ২০১৫ সালে এবং প্রথম ব্রত গ্রহণ করেন ২৪ জুলাই ২০২০ সালে। ঢাকা পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে তার দর্শন শাস্ত্র ও ঐশ্বতত্ত্ব পড়াশোনা চলমান রয়েছে। বর্তমানে তিনি ফৈলজানা ধর্মপল্লীতে এক বছরের পালকীয় কাজের অভিজ্ঞতা করার লক্ষ্যে রিজেন্সি করছেন। আমরা তার সার্বিক মঙ্গল কামনা করে প্রার্থনা করি।