গত ১৬ জুলাই বনপাড়া ধর্মপল্লীতে রিজেন্ট হৃদয় পিউরিফিকেশন এর মঙ্গলার্থে খ্রিস্টযাগ ও  বিদায়ী শুভেচ্ছা প্রদান করা হয়।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন বনপাড়া ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার পিউস গমেজ এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন আরও ২ জন ফাদার। খ্রিস্টযাগের শেষে পালপুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ব্রাদার হৃদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ফাদার পিউস গমেজ ব্রাদার হৃদয়ের মঙ্গল কামনা করে বলেন,” বনপাড়া ধর্মপল্লীতে ব্রাদার ১টি বছর অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেবা প্রদান করেছে। আমাদের ছেলে- মেয়েদের জন্য একটা সৌভাগ্য এবং সুযোগ বনানী সেমিনারীয়ানদের সাথে মেশার এবং কাজ করার।”
ব্রাদার হৃদয় পিউরিফিকেশন তার অনুভূতি ব্যক্ত করে বলেন,” আমার রিজেন্সির সময় হলো ১ বছর ২৮ দিন। যা আমি সুন্দর ভাবে অতিবাহিত করতে পেরেছি আপনাদের সকলের সাহায্য সহযোগিতায়। সেজন্য, আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। কারণ ৫ জন অভিজ্ঞ ফাদারের সাথে থেকে আমি আমার ভাবী যাজকীয় জীবনের অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। তাই আজ আমি পাল- পুরোহিতসহ অন্যান্য ফাদার- সিস্টার, প্যারিস কাউন্সিল এর সদস্য – সদস্যা, মারীয়াসংঘ, ওয়াইসিএস, বিসিএসএম, সেবকদল ও খ্রিস্টভক্ত সকলকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার পথচলায় আপনাদের  আন্তরিকতাপূর্ণ সহযোগিতার জন্যে।
 পরে বিভিন্ন অঙ্গ- সংগঠনের পক্ষ থেকে ব্রাদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাস্বরূপ ফুল এবং উপহার প্রদান করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও 
Please follow and like us: