গত ১৬ তারিখে সেমিনারীয়ানদের পালকীয় কাজের জন্য রাজশাহী ধর্মপ্রদেশের সাধু পিতরের সেমিনারী, মুশরইলে PIME MISSIONARIES CENTRE USA কর্তৃক ১০ টি সাইকেল প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সাধু পিতরের ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুর্মু , সেমিনারীর পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডী এবং সেমিনারীয়ানগণ।

সাইকেলগুলোকে সেমিনারীয়ানদের  কাছে প্রদানের পূর্বে তা আশীর্বাদ করেন সাধু পিতরের ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুর্মু । তিনি বলেন, প্রিয় সেমিনারীয়ানগণ আজ তোমাদেরকে যে সাইকেলগুলো দেওয়া হচ্ছে ; তার কারণ হলো তোমরা  যেন তা পালকীয় কাজে সহজে যেতে পারো এবং এর মাধ্যমে খ্রীষ্টের বাণী প্রচারের কাজে বা তোমাদের কাজে যাবার জন্য ব্যবহার করতে পার। আমি বিশ্বাস করি, তোমরা এগুলো সুন্দরভাবে ব্যবহার করে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ্য করবে।
সেমিনারীর পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডী সেমিনারীয়ানদের উদ্দেশ্যে বলেন, এই সাইকেলগুলো ভালো কাজে ব্যবহার করতে হবে আর এগুলোর যথাযথ যত্ন নিতে হবে।
সেমিনারীয়ানদের পক্ষ হতে আয়নালিউস হাঁসদা তার অনুভূতিতে প্রকাশ করে বলেন, সাইকেলগুলো পেয়ে আমরা অত্যন্ত খুশি কারণ পালকীয় কাজ করার জন্য এখন থেকে সহজে গ্রামগুলোতে যেতে পারবো।
বরেন্দ্রদূত রিপোর্টা র: সাগর মারিও মারান্ডী
Please follow and like us: