প্রতিবন্ধী বিষয়ে সচেতনতামূলক সেমিনার
“ঈশ্বর ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত সকল মানুষকে ভালোবাসা ও সম্মান করা। কারণ প্রতিটি মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, ঈশ্বরের চোখে কেউ অবহেলিত নয় বরং সম্মানের” বলেছিলেন মান্টিন্দর গ্রামের স্কুল পড়ুয়া ছাত্রী লাকী মার্ডী।
গত ২২ জুলাই চাঁদপুকুর ধর্মপল্লীর আয়োজনে এবং কারিতাস কর্মীদের সহযোগিতায় ৮০ জন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীবৃন্দদের নিয়ে প্রতিবন্ধী বিষয়ে সচেতনতামূলক সেমিনার করা হয়। যাতে আমরা প্রত্যেকে প্রতিবন্ধী ভাই-বোনদের যত্ন নেই ও সম্মান করি।
উক্ত সেমিনারে কারিতাসের তিনজন কর্মী উপস্থিত ছিলেন, বিভিন্ন গ্রাম থেকে ওয়াইসএস ও বিসিএসএম এর ছাত্র-ছাত্রী পাশাপাশি চাঁদপুকুর বোর্ডিং এর দশম শ্রেণীর ছেলে-মেয়েরা অংশগ্রহণ করেন।
কারিতাস কর্মী হোসেন্না দি বলেন- “আমাদের প্রত্যেকের উচিত প্রতিবন্ধীদের প্রতি সদয় দৃষ্টি দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো মধ্য দিয়ে তাদের বেঁচে থাকার সুযোগ করে দেওয়া।”
সচেতনতামূলক ক্লাস, দলীয় আলোচনা ও উপস্থাপনা এবং পরবর্তীতে দুপুরের আহারের মধ্য দিয়ে সেমিনারটি সমাপ্ত করা হয়।
কাথলিক মণ্ডলির ধর্মশিক্ষা ও বাল্যবিবাহ রোধ সম্পর্কে সেমিনার
“মণ্ডলির শিক্ষায় বেঁড়ে উঠি, বাল্যবিবাহ রোধ করি” এই মূলসুরকে কেন্দ্র করে গত ২১ জুলাই সকাল ১০ ঘটিকা থেকে ২২ তারিখ সকাল ১১ ঘটিকা পর্যন্ত চাঁদপুকুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো কাথলিক মণ্ডলির ধর্মশিক্ষা ও বাল্যবিবাহ রোধ সম্পর্কে সেমিনার। উক্ত সেমিনারে মোট ৫৭ জন্য ৭ম শ্রেণীর উপরে ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা অংশগ্রহণ করেন।
অতিথিদের শুভেচ্ছা, প্রদ্বীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী নৃত্য, স্বাগত বক্তব্য ও পরিচয় পর্বের মধ্য দিয়ে উক্ত সেমিনার আরম্ভ করা হয়।
স্বাগত বক্তব্যে ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া বলেন, ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালোবাসেন, তাই সকল কিছুর আগে আমাদের বিশ্বাসের চর্চা করা প্রয়োজন। আমরা যা বিশ্বাস করি তা কাথলিক মণ্ডলির ধর্মশিক্ষা বইয়ে বলা হয়েছে। তাই এই বইটি কেন্দ্র করে আজকে আমাদের এই সেমিনার। তোমরা প্রত্যেকে যেন মণ্ডলির শিক্ষায় বেঁড়ে উঠতে পারো সেই চেষ্ঠাই আমরা করে যাচ্ছি এবং সেই সাথে বাল্যবিবাহ একটি বড় সমস্যা, বয়স হওয়ার আগেই অনেকে এক সাথে থাকছে, অবৈধ জীবন-যাপন করছে। তাই সকলকে সচেতন করতে চাই তোমরা প্রত্যেকে যেন সুনির্দিষ্ট বয়সে বিবাহ করে সুন্দর পরিবার গঠন করতে পারো।
উক্ত সেমিনারকে দুটি অংশে ভাগ করা হয়; প্রথমত কাথলিক মণ্ডলির ধর্মমিক্ষা, এই অংশে প্রেরিতগণের শ্রদ্ধামন্ত্র সম্পর্কে শিক্ষা প্রদান করেন ফাদার উজ্জ্বল রিবেরু ও ফাদার সুবল কুজুর, সিএসসি, পুণ্য উপাসনা ও সাক্রামেন্ত সম্পর্কে শিক্ষা প্রদান করেন ডিকন মাইকেল হাঁসদা, ঈশ্বরের দশ আজ্ঞা সম্পর্কে শিক্ষা প্রদান করেন ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া এবং প্রভুর প্রার্থনা সম্পর্কে শিক্ষা প্রদান করেন সিস্টার মিরাল্লা ও গপিণ মাস্টার।
দ্বিতীয় অংশে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা দান করেন মিসেস মুক্তার আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ এবং ফাদার উজ্জ্বল রিবেরু। সেমিনারটিকে প্রাণবন্ত করার জন্য কুইজ প্রতিযোগীতা, গান ক্লাস, ভিডিও ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উজ্জ্বল রিবেরু