২৩ জুলাই ফৈলজানা ধর্মপল্লীর সাধু ফ্রান্সিস জেভিয়ার ক্যাথলিক গীর্জায় বিশ্ব দাদা-দাদী ও প্রবীন দিবস উদযাপন করা হয়। রবিবাসরীয় খ্রিস্টযাগে প্রবীনদের উদ্দেশ্যে প্রার্থনা করা হয় এবং তাদের শুভেচ্ছা জানানো হয়।
খ্রিস্টযাগে উপদেশ বাণীতে ফাদার এ্যাপোলো রোজারিও সিএসসি বলেন, ” আজকে আমাদের মধ্যে যারা প্রবীন ব্যক্তিগণ রয়েছেন তারা প্রত্যেকেই অনেক অভিজ্ঞ মানুষ। তাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। পরিবারে তাদের অবদান ও অনেক। তাই পরিবারে আমরা যেন তাদের প্রতি যত্নশীল হই।”
উক্ত দিবসের অনুভূতি ব্যক্ত করে অমল কোড়াইয়া বলেন, ” আমি আমার জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই । তিনি আমাকে অনেক অনেক শক্তি দিয়েছেন। দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমার সন্তানদেরকে মানুষ করেছি। আমার তিন সন্তানকে ঈশ্বরের কাজে উৎসর্গ করেছি। এটা আমার জন্য ঈশ্বরের এক মহা অনুগ্রহ।”
পরিশেষে পাল-পরোহিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রবীনদের সুস্থ সুন্দর জীবন মঙ্গল কামনা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : কামনা কস্তা