গত ২৮ জুলাই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সম্মিলিত পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছর ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।
এবারে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯। রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন মিশন কর্তৃক পরিচালিত স্কুল থেকে যে সমস্ত ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল । নিম্নে সে স্কুলগুলোর পরীক্ষার বিস্তারিত ফলাফল তুলে ধরা হলো-
বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ জানান যে, বনপাড়া স্কুল থেকে ৩৮৬ জন এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে পাশ করেছে ৩৭৮ জন । ফেল করেছে 8 জন। পাশের হার ৯৭.৯৩। তাদের মধ্যে জি পি এ ৫ (এ+) ৮৩ জন ‘এ’ ১৮১ জন, ‘এ-’ ৮৬, ‘বি’ ২৬জন এবং ‘সি’ ২ জন।
মথুরাপুর সেন্ট রীতা’স স্কুলের সহাকারী প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও জানান যে, তাদের স্কুল থেকে ২০২৩ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষা লিখেছেন ২৬৫ জন পরীক্ষার্থী।: তাদের মধ্যে পাশ করেছে ২৫৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেনি ৩ জন । জিপিএ ৫ পেয়েছে ৩৪ জন। পাশের হার ৯৬.২৩।
বোর্ণী সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক ফাদার যোহন মিন্টু রায় জানায় যে, ২০২৩ খ্রিস্টাব্দে তার স্কুল থেকে মোট ১৮৮ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তবে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে ১৮৩ জন পাশ করেছে। ফেল করেছে 4 জন। তাদের স্কুলের পাশের হার ৯৭.৮৬। আর এদের মধ্যে ৩০ জন A+ পেয়েছে।
চাঁদপুকুর সেন্ট পৌল উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষিকা সিস্টার শিলা গমেজ জানান যে, ২০২৩ খ্রিস্টাব্দে তার স্কুল থেকে মোট ৩১ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেন এবং ৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করেন। তাদের মধ্যে ‘এ’ পেয়েছে ১১ জন ‘এ-’ ১০ জন ‘বি’ ৫ জন এবং ‘সি’ ১ জন।
মুক্তিদাতা উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন জানান যে, ২০২৩ খ্রিস্টাব্দে তার স্কুল থেকে মোট ১২ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করেন। তাদের পাশের হার ৬৯.২৩।
কাটাডাঙ্গা মিশনের দানিপুকুর সেন্ট পৌলস্ থেকে প্রধান শিক্ষিকা সিস্টার দিপালী আরেং জানান ২০২৩ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় তাদের স্কুল থেকে ১৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে ১০ জন পাশ করেন ৫ জন ফেল করেছে।
বরেন্দ্রদূত নিজস্ব রিপোর্টার