গত ২৮ জুলাই ২০২৩ খিস্টাব্দ, সুরশুনিপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৪০জন শিশুমঙ্গল এনিমেটরদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারের প্রধান লক্ষ্য ছিল যেন তারা গ্রামগুলোতে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা এবং সুপ্ত প্রতিভা বিকাশে সাহায্য করতে পারে।
প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার এর মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা বলেন, ‘এনিমেটর হিসেবে আমরা সবসময় যেন শিশুদের যত্ন করি।’
শ্রদ্ধেয় ফাদার সুরেশ পিউরীফিকেশন শিশুমঙ্গল সংঘের লক্ষ্য- উদ্দেশ্য ও এনিমেটরদের দায়িত্ব সম্পর্কে সহভাগিতা করেন। এছাড়াও সিস্টার বানী রোজারিও, এসসি, শিশুদের শিক্ষাদান এবং সুপ্ত প্রতিভা বিকাশে সাহায্য করার বিষয়ে কিছু দিক-নির্দেশনামূলক সহভাগিতা করেন এবং বাইবেলে বর্ণিত বিভিন্ন ঘটনার অভিনয় ও গান শিখান যা শিশুদের শিক্ষাদানের জন্য উপযোগী।
এরপর শিশুমঙ্গল এনিমেটরগণ দলীয় উপস্থাপনা করেন। শেষে ফাদার সুরেশ পিউরীফিকেশন এনিমেটরগণদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দুপুরের আহারের মধ্য দিয়ে সেমিনার
পরিসমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন