“ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই, তাই ফসলের মালিককে মিনতি জানাও তিনি যেন তার শষ্যক্ষেত্রে কাজ করার লোক পাঠিয়ে দেন” এই মূলসুরকে কেন্দ্র করে ২৬ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ বোর্ণী ধর্মপল্লীতে পালিত হলো আহ্বান দিবস- ২০২৩।
বুধবার সকালে পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার প্রেমু রোজারিও এবং সহার্পিত যাজক ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা, ফাদার যোহন মিন্টু রায়, ফাদার অনিল মারান্ডী ও অতিথি ফাদারগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত সিস্টারগণ, মেজর সেমিনারীয়ানগণ, প্রাইমারী ও হাই স্কুলের শিক্ষকগণ এবং বিসিএসএম এর এনিমেটরগণ। ফাদার, সিস্টার, সেমিনারীয়ান, শিক্ষক ও অংশগ্রহণকারী মিলে মোট ৩৭০ জন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র খ্রিস্টযাগের পর ফাদার এ কান্তন মিলানায়তনে সারাদিনব্যাপী কার্যক্রম শুরু হয়। শুরুতেই ছিল আসন গ্রহণ, উদ্বোধনী নৃত্য ও প্রদীপ প্রজ্জ্বলন। স্বাগত বক্তব্য প্রদান করেন পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা এবং ফাদার প্রেমু রোজারিও। “জীবন মূল্যবোধ ও নৈতিকতা” বিষয়ে উপস্থাপন করেন ফাদার যোহন মিন্টু রায়। জল খাবার বিরতির পর যাজক ও ব্রতধারী সমাজ এর উপর সহভাগিতা করেন মেজর সেমিনারীয়ান ও বিভিন্ন সম্পদায়ের সিস্টারগণ।
দুপুরের আহারের পর শুরু হয় নাটক প্রতিযোগীতা। প্রতিযোগীতার বিষয়বস্তু ছিল পবিত্র বাইবেলের যীশুর অলৌকিক কর্মসাধনের বিভিন্ন ঘটনাবলী। এতে অংশগ্রহণ করেন ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম এবং উপ-ধর্মপল্লী মানগাছার ছাত্র-ছাত্রীগণ। প্রতিযোগীতার শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।
ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ও সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার যোহন মিন্টু রায়-এর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে আহ্বান দিবস – ২০২৩ সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোটার: পিটার ডেভিড পালমা