গত ৪ আগষ্ট বনপাড়া ধর্মপল্লীতে সাধু জন মেরী ভিয়ান্নীর পর্ব জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে। সাধু জন মেরী ভিয়ান্নী হলেন সকল ধর্মপ্রদেশীয় যাজক ও পাল- পুরোহিতদের প্রতিপালক। এদিন ফাদারদের পর্ব উপলক্ষে সকাল ৬.০০ টায় পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয় শোভাযাত্রা সহকারে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার দিলীপ এস কস্তা এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন আরও ৩ জন ফাদার। খ্রিস্টযাগের শুরুতে সাধু জন মেরী ভিয়ান্নীর মূর্তিতে পুষ্পমাল্য প্রদান ও ধুপারতি করা হয়।
খ্রিস্টযাগের পরে ফাদারদের শুভেচ্ছা প্রদান করা হয়। ফুলের মালা, গান ও ভক্তিনৃত্য প্রদর্শনের মাধ্যমে ফাদারদের অভিনন্দন জানানো হয়।
খ্রিস্টযাগের উপদেশে ফাদার দিলীপ এস. কস্তা বলেন “সাধু জন মেরী ভিয়ান্নী” ছিলেন একজন সরল মানুষ। তার জীবনে অনেক বাধা ছিল তারপরেও সকল বাধা অতিক্রম করে তিনি একজন যাজক হয়েছিলেন। ফাদার বালীর সাথে কিছুদিন কাজ করার পর তাকে আর্স ধর্মপল্লীর দায়িত্ব দেওয়া হয়। আর সেই গ্রামের মানুষ জন ধর্মকর্ম করত না। একসময় সাধুর প্রার্থনায় গ্রামের সকলে খ্রিস্টবিশ্বাসী হতে শুরু করে। সাধু জন মেরী ভিয়ান্নী অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন। তার খাবার ছিল সিদ্ধ আলু আর তা খেয়েই তিনি জীবন পার করেছেন। আমরা হয় তো বা তার মতো পারি না, তবে তার আদর্শ নিয়ে জীবন চলতে পারি।
ফাদারদের শুভেচ্ছা জানিয়ে সিস্টার মেরী জেনেভা বলেন,” ফাদারগণ সারা বছর আমাদের জন্য কাজ করে যান। তাই আজ আমরা ফাদারদের অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা আপনাদের সকল প্রকার সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতিও প্রদান করি।”
খ্রিস্টভক্তদের পক্ষ থেকে মিসেস সুপ্তি রিছিল বলেন “আমরা অনেক সময় অলসতা করে মিশা প্রার্থনা করি না। কিন্তু ফাদারগণ প্রতিনিয়ত প্রার্থনা ও খ্রিস্টযাগ উৎসর্গ করেন।আমরা ফাদারদের আদর্শ নিয়ে সামনে পথ চলতে চাই।”
ফাদারদের পক্ষ থেকে ফাদার পিউস গমেজ বলেন, “একজন যাজক মণ্ডলিতে যে কাজ গুলো করেন তার মধ্যে সাক্রামেন্তীয় কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে আমাদের ফুল এবং গানের মধ্য দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। “
পরিশেষে ফাদার দিলীপ এস কস্তা সকলকে ধন্যবাদ জানান এবং প্রয়াত ফাদার কর্নেলিয়াস মুর্মু, সেমিনারীয়ান কিশোর কর্নেলিয়াস ক্রুজ ও সকল প্রয়াত ধর্মপ্রদেশীয় যাজকদের স্মরণ করে কিছুক্ষণ নীরবে প্রার্থনা করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার: লর্ড ডানিয়েল রোজারিও
Please follow and like us: