গত ১৮ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশের আন্ধারকোঠা ধর্মপল্লীর ফাদার, সিস্টার, পালকীয় পরিষদের সদস্য-সদস্যা, গির্জা মাস্টার, গ্রামের মন্ডল, গ্রাম প্রধান এবং ধর্মপল্লীর বিভিন্ন সংঘ সমিতির সভাপতি ও সেক্রেটারিদেরকে নিয়ে ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো এক “মতবিনিময় ও পরিকল্পনা সভা”। সভার শুরুতেই ছিলো প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন, স্বাগত নৃত্য, পালপুরোহিত শ্রদ্ধেয় ফাদার লাজারুশ রোজারিও’কে মাল্যদান এবং উদ্বোধন বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। তারপর ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম ও সংঘ সমিতির চলমান সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা করা হয় এবং কিভাবে এগুলোকে মোকাবেলা করা যায় সে সর্ম্পকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও ধর্মপল্লীর উন্নয়নকল্পে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত এই মতবিনিময় ও পরিকল্পনা সভায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো ৬০ জন।
আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো মতবিনিময় ও পরিকল্পনা সভা
Please follow and like us: