গতকাল ৯ আগস্ট সাধু পিতরের ধর্মপল্লী মুশরইলে পালন করা হলো বিশ্ব আদিবাসী দিবস। অনুষ্ঠানটি মূলত সাধু পিতর সেমিনারির সেমিনারিয়ানদের উদ্যোগে আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় জাতিসংঘের মহাসচিব আন্তনি গুতরেস কর্তৃক বেঁধে দেওয়া এই বছরের প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে আদিবাসী দিবসটি উদযাপন করা হয়। প্রতিপাদ্য বিষয়টি ছিলো “আন্তনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণরাই মূল।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত, শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুর্মু, সাধু পিতর সেমিনারির পরিচালক শ্রদ্ধেয় ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারান্ডী সিস্টারগণ ও গ্রামের মন্ডল। অনুষ্ঠানে সাঁওতাল, মাহালী, পাহাড়ীয়া সম্প্রদায়ের আদিবাসী জাতিগোষ্ঠি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সাঁওতালদের ঐতিহ্যবাহী দাসাঁই অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে ফা:উইলিয়াম সবাইকে আদিবাসী দিবসের শুভেচ্ছা জানিয়ে নিজ নিজ কৃষ্টি সংস্কৃতিকে সম্মান ও চর্চা করার আহ্বান জানান ।

ফা: ফাউস্তিনো তার বক্তব্যে, অধিকার আদায়ের আন্দোলনে তরুণদের অবদানের কথা বলেন। সি: ইমেলডা পিছিয়ে পড়া জাতিগোষ্ঠির জীবনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন জাতিগোষ্ঠি তাদের কৃষ্টি সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরেন।

পরিশেষে গ্রামের মন্ডল পরবর্তীতে আরো বড় পরিসরে অনুষ্ঠানটি পালন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বরেন্দ্রদূত রির্পোটার: প্রশান্ত মুর্মু

Please follow and like us: