চাঁদপুকুর ধর্মপল্লীর অধিনস্থ ফাদার এ্যামিলিও স্পিনেল্লী মোমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে গত ১১ আগস্ট ২০২৩ বাকরইল স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ফাদার এ্যামিলিও স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩। উক্ত ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রধান লক্ষ্য হলো ফাদার এ্যামিলিও স্পিনেল্লীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তাঁর গৌরবময় স্মৃতিকে ধরে রাখা। শ্রদ্ধেয় ফাদার এ্যামিলিও দীর্ঘ দিন চাঁদপুকুর ধর্মপল্লীতে তাঁর যাজকীয় সেবাকাজ করে গেছেন। সেই সাথে তিনি দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশুনা এবং জাতি ধর্মনির্বিশেষে সকল মানুষের কল্যাণে তাঁর পালকীয় সেবা কাজ করে গেছেন। তাই সকল মানুষের হৃদয়ে তিনি বিশেষ স্থান দখল করে আছেন।

উক্ত ফুটবল প্রতিযোগিতা মোট আটটি দল অংশগ্রহণ করেন। চাঁদপুকুর ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া সকাল ১০ ঘটিকায় ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং বলেন, আমরা সবাই ফাদার এ্যামিলিও স্পিনেল্লীকে ভালোবাসি। তিনি তাঁর ভালো কাজের জন্য আমাদের সকলের হৃদয়ে রয়েছে। আমি অভিজ্ঞতা করেছি, হিন্দু ও মুসলিম ভাই-বোনেরাও ফাদার এ্যামিলিও স্পিনেল্লীকে চিনতেন এবং বলেন, ফাদার এ্যামিলিও অনেক ভালো মানুষ ছিলেন। তিনি সকল মানুষকে সাহায্য করেছেন। তাই, আমরা যেন প্রত্যেকে ফাদার স্পিনেল্লীর মত মানুষের দুঃখ- কষ্টের সময় মানুষের পাশে দাঁড়াতে পারি। সেই সাথে আজকে এই ফুটবল প্রতিযোগিতা যেন সার্থকভাবে সম্পন্ন হয় সেই কামনা করি।

দিবর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ফাদার এ্যামিলিও স্পিনেল্লী একজন উদার মনের মানুষ ছিলেন এবং ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের সকলের ফাদার কারণ তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই সাহায্য করেছেন। তাকে কখনোই আমরা ভুলতে পারবো না। তিনি অমর হয়ে থাকবেন। তিনি অত্র এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন তাই তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাঁর আত্মার জন্য দোয়া চাই।

উক্ত ফুটবল প্রতিযোগিতায় স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন গ্রাম থেকে অনেকে এই ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে আসেন। বিকাল ৬ ঘটিকায় দিবর গ্রামের দল ও কুমরইল গ্রামের দলের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন এবং দিবর গ্রামের দল ৩-০ গোলে জয় লাভ করেন। ফাইনাল খেলার পর শ্রদ্ধেয় ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া ও ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু বিজয়ী এবং যারা জয়ী হতে পারেনি তাদের সকলের হাতে পুরস্কার তুলে দেন।

পরিশেষে ফাদার বেলিসারিও ভালো খেলা উপহার দেবার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং বলেন, এভাবেই ফাদার স্পিনেল্লী আমাদের সকলের মাঝে বেঁচে থাকুক।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু

Please follow and like us: