(শুভ জন্মদিনে বিশপ জের্ভাস রোজারিওর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন)
যিশু বাউল
বার্ধ্যকের বসন্ত ডোরে
ফিরে আসে জন্মদিন
নব চেতনার জয়রবে
এগিয়ে যাবার অভয় মাঝে।
দূরন্ত গতিতে চলার দীপ্ত পথে
জীবন অভিজ্ঞতার আলোকিত প্রহরে
মন-অন্তর দোলা দেয়
বেঁচে থাকার স্বপ্ন রথে।
ধ্যান-জ্ঞানে গড়ার কারুপল্লীতে
তুমি হে খ্রিস্ট পথিক
ধূলি-ধূসর বরেন্দ্রর বঙ্কিম পথে
দেয়া-নেওয়ার মানবিক সম্পর্কের দ্বৈরথে।
হও আগুয়ান, নিবেদিত জীবনে হয়ে বলিয়ান
খ্রিস্ট প্রেমের শিখা প্রজ্জ্বলিত করে
তুমি কর্মবীর ধর্মপ্রদেশের পরিচালক-কান্ডারী
শুভ জন্মদিনে তোমায় প্রার্থনা-অভিনন্দন- শ্রদ্ধা ও নমস্কার ।
Please follow and like us: