২২ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দে, মহাসমারহে নাটোর ঝাউতলায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী মরিয়ম স্কুল প্রতিষ্ঠার গৌরব ও সফলতার ২৫ বছর উপলক্ষ্যে রজত জয়ন্তী উৎসব। উদ্বোধণী অনুষ্টানে স্কুলের সভাপতি ও জুবিলী কমিটির প্রধান সমন্বয়কারী ফাদার হিউবাট বিকাশ রিবেরু বলেন, জয়ন্তী উৎসব মূলতঃ ধন্যবাদ-কৃতজ্ঞতা ও আনন্দের উৎসব। ফাদার বিকাশ রিবেরু, আর.এন.ডি.এম সিস্টারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কারণ জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের মাঝে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এবং সুন্দর দেশ গঠণে শিক্ষাক্ষেএে অনেক অবদান রাখছে। ভবিষ্যতেও এই মরিয়ম স্কুল সুষ্ঠ শিক্ষা দানের মধ্য দিয়ে আমাদের সেই সহায়তা করবে আমি এই প্রত্যাশা রাখি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার নিভা গমেজ, আর.এন.ডি.এম তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রত্যেক শিক্ষার্থী যেন পাঠ্যপুস্তক জ্ঞানসহ মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দিয়ে একটি সুস্থ পরিবেশে পরস্পরের সাথে বন্ধুসুলভ সর্ম্পক রক্ষা করে সুশিক্ষিত হতে পারে। এটাই হচ্ছে আমাদের শিক্ষা দানের প্রধান লক্ষ্য।
বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও বলেন, জুবিলী মানে হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বিগত দিনগুলিকে ফিরে দেখা ও মূল্যায়ন করা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিজেদের গড়ে তোল যুক্তিবাদী এবং চিন্তাশীল মানুষ হিসেবে। আর শিক্ষা গ্রহণ কর আনন্দের সাথে। তোমরাই পারবে আমাদের আগামী দিনগুলির স্বপ্ন পূরন করতে। তোমরা এগিয়ে চল সৎ সাহস নিয়ে আমি এই আশা রাখি। আমি বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রাক্তন ও বর্তমান সকল সদস্য-সদস্যাবৃন্দকে জুবিলী উপলক্ষ্যে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কারণ তাঁরা নিঃস্বার্থ, নিষ্ঠাপূর্ণ ও নিবেদিত সেবাদানের মাধ্যদিয়ে মরিয়ম বিদ্যালয়কে নিয়ে এসেছে অত্র এলাকায় শিক্ষা বিস্তারের উল্লেখযোগ্য অবস্থানে। এই প্রতিষ্ঠানটির আরো উন্নতি হোক, আদর্শ ও শিক্ষা বিস্তারের আরো দৃঢ় ও সুন্দর অবদান রাখুক এবং দেশ ও জাতিকে নীতি ও আদর্শে সুন্দর মানুষ উপহার দিক এই শুভকামনা করি।
এই রজত জয়ন্তী উৎসব উপলক্ষ্যে আয়োজন করা হয় পবিএ খ্রিস্টযাগ, স্বাগত সম্ভাষণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বক্তব্যমালা, জুবিলী স্মরণিকার মোড়ক উম্মোচন, সাংস্কৃতিক পরিবেশনা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন ও মধ্যাহৃভোজ। পরম করুনাময় ঈশ্বরের অশীম কৃপায় মরিয়ম স্কুলের প্রতিষ্ঠার গৌরব ও সফলতার ২৫ বছর উপলক্ষে রজত জয়ন্তী উৎসব খুব সুন্দর ভাবে উদযাপন করা হয়।

Please follow and like us: