“যুগে যুগে ধন্যা তুমি, তুমি সবার মা, মাগো তুমি আমার মা” -মারীয়া পাড়া গ্রামের খ্রিস্টভক্তদের কন্ঠে একতানে গানটি বেঁজে উঠেছিল আর পরিবেশ ছিল মনোমুগদ্ধকর। কারণ চাঁদপুকুর ধর্মপল্লীর অন্তর্গত মারীয়া পাড়া গ্রামে ধন্যা কুমারী মারীয়ার স্বর্গোন্নয়নের মহাপর্ব মহাসমারহে পালন করা হয়।
পবিত্র খ্রিস্টযাগের শুরুতেই পাল-পুরোহিত ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া এবং ডিকন মাইকেল হাঁসদাকে দারামের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে পা-ধুয়ানো ও ফুলের মাল্য প্রদান করে স্বাগতম জানানো হয়।
অত:পর পবিত্র খ্রিস্টযাগ আরম্ভ করা হয় এবং মা-মারীয়ার মূর্তির সামনে ধুপারতি ও মাল্য প্রদান করে বিশেষ ভক্তি ও শ্রদ্ধা প্রদান করা হয়। পবিত্র খ্রিস্টযাগে মারীয়া পাড়া গ্রামের সকল খ্রিস্টভক্তদের অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে আগত খ্রিস্টভক্তগণও অংশগ্রহণ করেন।
পবিত্র খ্রিস্টযাগে ফাদার বেলিসারিও সিরো বলেন, খ্রিস্টমণ্ডলির শিক্ষা এবং ঐতিহ্য অনুযায়ী মা-মারীয়া ছিলেন পূর্ণ পাপমুক্ত। আদি পিতা-মাতা পাপ করে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়ে তাঁর শাশ্বত পুরস্কার অনন্ত জীবন হারিয়ে ছিলেন কিন্তু মা- মারীয়ার মাধ্যমে যিশু এই পৃথিবীতে এসে মানুষের পাপের জন্য মৃত্যুবরণ, পুনরুত্থান ও স্বর্গারোহণের মাধ্যমে মানুষের হারানো জীবন ফিরিয়ে দিয়েছেন। তাই মা-মারীয়ার প্রতি ভক্তি ও শ্রদ্ধা আমাদের অনেক প্রয়োজন। সেই সাথে সকল সমস্যা সমাধান দিতে পারে রোজারীমালা প্রার্থনা। তাই প্রতিদিন পরিবারে সকলকে নিয়ে এই রোজারীমালা প্রার্থনা করা প্রয়োজন।
খ্রিস্টযাগের শেষে দুপুরের আহার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উজ্জ্বল রিবেরু