গত ১৫ ই আগস্ট  জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনপাড়া ধর্মপল্লীতে আজ সকাল ৬.০০ টায় বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ও সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন আরও  দুইজন ফাদার। খ্রিস্টযাগে বঙ্গবন্ধু ও তার পরিবারের যারা ১৫ ই আগস্ট নিহত হন তাদের সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়।

ফাদার দিলীপ এস কস্তা তার উপদেশ বাণীতে বলেন, ” বঙ্গবন্ধু ছিলেন দেশের একজন অগ্রপথিক। তার নেতৃত্বে দেশ স্বাধীনতা লাভ করে। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তার জন্ম। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের মোট ১৮ জন সদস্যকে নৃশংস ভাবে হত্যা করা হয়। তাদের সকলের আত্মা স্বর্গে চিরশান্তি লাভ করুন।”

খ্রিস্টযাগের পর ছাত্র-ছাত্রীরা সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড রোজারিও

Please follow and like us: