গত ১৫ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ মহোদয়ের জন্মদিন পালন উপলক্ষ্যে তারই লেখা Integral Development ‘সমন্বিত উন্নয়ন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি অনুবাদ করেছেন ফাদার সুনীল দানিয়েল রোজারিও।

বইটির মোড়ক উন্মোচনের সময় বিশপ জের্ভাস রোজারিও তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, আমি আজ সত্যিই আনন্দিত যে, অনেকদিন আগে আমার লেখা এই বইটিকে ফাদার সুনীল দানিয়েল রোজারিও অনুবাদ করেছেন। তাই আমি ফাদার সুনীল দানিয়েল রোজারিওকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি, বইটি পাঠ করার মধ্যদিয়ে সমন্বিত মানব উন্নয়ন বিষয়ে সকলেই ধারণা পাবেন।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: