সাধু পৌলের গির্জা, কাটাডাঙ্গা ধর্মপল্লীতে ১৮ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার তারিখে ধর্মপল্লী পর্যায়ে যুব সেমিনার করা হয়। আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল “সিনোডাল মণ্ডলি : খ্রিস্টবিশ্বাসের  দায়িত্ব – মিলন, অংশগ্রহণ এবং প্রেরণ”। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে মোট ৮১ জন যুবক যুবতী এই সেমিনারে সক্রিয় অংশগ্রহণ করেন।

দিনের কার্যক্রম শুরু হয় রোজারীমালা প্রার্থনার মাধ্যমে এবং সমাপ্ত হয় পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাঃ রঞ্জিত কস্তা ও.এম.আই.। ২০২৩ খ্রিস্টাব্দের বিশ্ব যুব দিবসের মূলসুরের উপর ভিত্তি করে সহভাগিতা রাখেন ফাঃ রঞ্জিত কস্তা ও.এম.আই. এবং ধর্মপ্রদেশের বিশপের পালকীয় পত্রের আলোকে সেমিনারের মূলসুরের উপর সহভাগিতা রাখেন ফাঃ সমর দাংগ ও.এম.আই.।

পালকীয় পত্রে অনুধ্যানের জন্য যে প্রশ্নগুলি ছিল, সেগুলির উপর অংশগ্রহণকারীদের দলীয় আলোচনা ছিল।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: সমর দাংগ, ও,এম,আই

Please follow and like us: