(সি. হ্যাপি রোজারিও, পিমে মিশন ম্যানডেট উপলক্ষ্যে)
যিশু বাউল
প্রেরণ কর্মের আনন্দের তরী বেয়ে
ভাসিয়েছো তরী প্রাচীন সভ্যতার দেশে
নিবেদিত জীবনের স্বত:স্ফূর্ত আহবানে।
আজীবন কালের যাত্রা রথে
চিরকালীন ব্রতবাক্য যিশু প্রেম নিবেদন
মণ্ডলির ও ধর্মসংঘের প্রতি আনুগত্য প্রকাশে।
অমৃত বাণী ঘোষণা ও পালনের লক্ষ্যে
জীবন যৌবনের আনন্দ যিশুতে জীবন সঁপে
পথ চলার আনন্দ গানে, যিশু জীবন স্বামী সর্বক্ষণে।
মাতৃ-ভূমি তথা স্বজন প্রিয়জন ত্যাগে
শুধুই এগিয়ে চলা যিশু প্রেমের তাগিদে
আনন্দ-বন্দনা গানে কৃতজ্ঞতা স্তুতি নৈবেদ্য।
ক্লান্তিহীন মনোরথে সাহস প্রভুর সাথে
জীবনের জয়গানের পূর্ণতা সেবা-ক্ষমার দানে
শুভেচ্ছা-অভিনন্দন-প্রার্থনা প্রেরণের যাত্রা পথে।
Please follow and like us: