গত আগস্ট  ২০, ২০২৩ খ্রিস্টাব্দ নবাই বটতলা ধর্মপল্লীর অন্তর্গত খড়িয়াকান্দি গ্রামে নতুন গির্জিকা উদ্বোধন ও আশির্বাদ করা হয়। উদ্বোধন ও আশির্বাদ অনুষ্ঠানটিকে ঘিরে দীর্ঘ প্রস্তুতি গ্রহণ করে ধর্মপল্লীসহ উক্ত গ্রামের খ্রিস্টভক্তগণ।

রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিওসহ আগত ফাদার-সিস্টার ও খ্রিস্টভক্তদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন নৃত্য, পা ধোয়ানো, ফুলেল শুভেচ্ছা ও গ্রাম প্রধান নিমাই বিশ্বাসের শুভেচ্ছা বাণীর মধ্য দিয়ে বরণ করে নেয়া হয়।

বিশপ মহোদয়ের উদ্বোধন ভূমিকা, ফিতা কাটা, চাবি হস্তান্তর পর্ব, স্মৃতি ফলক উম্মোচন ও গির্জিকার মূল ফটক খোলার মধ্য দিয়ে উদ্বোধন পর্ব শেষ হয়।

প্রবেশ গীতি ‘এসো তাঁর মন্দিরে করি স্তব গান এক সাথে দলে দলে হয়ে এক প্রাণ’ এর মধ্য দিয়ে আশির্বাদ অনুষ্ঠানের মহা খ্রিস্টযাগ আরম্ভ হয়। আশির্বাদ অনুষ্ঠানের বিশেষ কয়েকটি দিকের মধ্যে ছিল- পবিত্র জল সিঞ্চন, ধূপনক্রিয়া, আলোক প্রজ্জ্বলনক্রিয়া ও প্রতিপালিকা প্রতিকৃতি স্থাপন।

খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্যকারী বিশপ মহোদয় উপদেশে কয়েকটি দিক তুলে ধরেন- ১। মন্দিরের পবিত্রতার ২। সজ্জিত মন্দিরের সৌন্দর্যের ন্যায় হৃদয় মন্দিরকেও সুন্দর ও পবিত্রতায় সজ্জিতকরণের ৩। রবিবাৎসীয় অনুষ্ঠান ও যাজকের উপস্থিতিতে খ্রিস্টযাগে নিয়মিত সক্রিয়তারসহিত অংশগ্রহণ করার ৪। গির্জিকার প্রতিপালিকা স্বর্গোণ্নীতা মারীয়ার পদাঙ্ক অনুসরণে পথ চলার ৫। সিনোডাল মণ্ডলি হয়ে উঠা- যেখানে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রামের প্রত্যেককে তাদের উদার মনোভাবের জন্য (এখানে উল্লেখ্য যে, গির্জিকা সাজানোর জন্য জমি দান, বেদীর টেবিল, বাণী মন্ত্র, লাইট, ফ্যান, কারপেট, মোমবাতি, স্থায়ী সাউণ্ড সিস্টেম, দুপুরের ভোজে অর্থ গ্রামের খ্রিস্টভক্তগণই দিয়েছেন)। সঙ্গে সঙ্গে ভবিষ্যতে মণ্ডলিতে আরও সক্রিয় হয়ে উঠার জন্য অনুপেরণা দান করেন। ৬। পরিবারে প্রার্থনা ও সবাই মিলে গির্জা ঘরের বসে প্রার্থনা করার এবং তারই আলোতে পথ চলার প্রেরণা দান করেন। এবং ৭। মঙ্গলসমাচারে বর্ণিত অনিইহুদী মহিলার মতো যিশুর উপর গভীর বিশ্বাসী হয়ে উঠার প্রেরণা দান করেন।

উদ্বোধন ও আশির্বাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশপ মহোদয়, ধর্মপ্রদেশের চ্যান্সেলর, ফাদার প্রেমু রোজারিওসহ ৫ জন যাজক, ৫ জন সিস্টারসহ ৪০০ জন খ্রিস্টভক্ত।

দুপুরের আহার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালক-পুরোহিতের ধন্যবাদ বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন

Please follow and like us: