মহাসমারোহে মহিষবাথান মিশনারীজ অব চ্যারিটি সিস্টারদের ”আশাদান” কেন্দ্রে “নির্মল হৃদয় মারীয়া” র পর্ব এবং সিস্টারদের পর্ব পালিত হয়েছে।
আজ ২২ শে আগস্ট (মঙ্গলবার) সকাল ৬ টায় পর্ব উপলক্ষে বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করেন ক্যাথিড্রাল ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার লিটন ডমিনিক কস্তা। খ্রিস্টযাগে অংশগ্রহণ করে সেবা কেন্দ্রে সেবাদানরত সিস্টারগণ, কর্মচারীবৃন্দ, অবস্থানরত রোগী, রোগীর আত্মীয়স্বজন এবং পোপ সাধু ২য় জন পল খ্রিস্টান কলেজ হোস্টেলের শিক্ষার্থীবৃন্দ।
খ্রিস্টযাগে উপদেশে ফাদার কস্তা বলেন, “কুমারী মারীয়া ছিলেন নির্মল হৃদয়া,অমলোদ্ভবা। তাঁকে কোন পাপ স্পর্শ করতে পারে নি। তাঁর জন্যই আমরা পরিত্রাণ পেয়েছি। তিনি হচ্ছেন সহপরিত্রাণদায়িনী। কুমারী মারীয়ার মত হৃদয় দিয়ে আমাদের ঈশ্বরের ইচ্ছার কথা অনুভব করতে হবে। অবহেলিত ভাই-বোনদের কথা চিন্তা করতে হবে। ভালবেসে মানুষের পাশে দাঁড়াতে হবে।” তিনি আরো বলেন,” মাদার তেরেসা হৃদয় দিয়ে অনুভব করেছিলেন অবহেলিতের জন্য তাকে কিছু করতে হবে। আর তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে গেছেন। যা মিশনারীজ অব চ্যারিটি সিস্টারগণ দিয়ে চলেছেন। সুখে দুঃখে মানুষের পাশে থাকেন। সিস্টারদের পর্বদিনে মাদার তেরেসা সকল সিস্টারগণকে এবং আমাদের প্রত্যেককে স্বর্গথেকে আশির্বাদ দান করুন। “
উপদেশের পর সিস্টারগণ তাদের ব্রত নবায়ন করেন।
খ্রিস্টযাগ শেষে নেচে চ্যাপেলের পাশে এবং সিস্টার বাড়ির সামনে ফাঁকা জায়গায় নেচে গেয়ে সিস্টারদের পর্বদিনের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ও ক্যাথিড্রাল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী এবং মন্সিনিয়র মার্শেল ফিলিপ তপ্ন।
শুভেচ্ছা বক্তব্যে ফাদার মারান্ডী বলেন, ” সকল সিস্টারগণকে পর্বদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভাল কাজের জন্য কোন টাকা পয়সার প্রয়োজন পড়ে না। শুধু দরকার ইচ্ছাশক্তি ও ভাল মন- মানসিকতার। আমরা চাইলে ভালবেসে অনেক ভাল কাজ করতে পারি। ঈশ্বর চান আমরা যেন সব সময় ছোট ছোট ভাল কাজ করি।মাদার তেরেসা সিস্টাররা যেমন প্রতিদিন ভাল কাজ করে চলেছেন। তাদের সেবা কাজ শুধু মহিষবাথান বা রাজশাহীর খ্রিস্টানদের জন্য নয় বরং সকল ধর্মের সকল বর্ণের মানুষের জন্য উন্মুক্ত। এখানে সর্বজনীন সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এজন্য আমি সিস্টারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। “
পরিশেষে, আশাদান কেন্দ্রের সুপিরিওর সিস্টার যোসেফ এম সি বলেন,“শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য ফাদারগণকে, কর্মচারী এবং হোস্টেলের ভাইদেরসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য আপনারা প্রার্থনা করেছেন এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”তিনি কর্মচারীদের উদ্দেশ্যে আরো বলেন,আমরা যে সেবা কাজগুলো পরিচালনা করি সেটা আপনারা না থাকলে কখনো ভালভাবে পরিচালনা করা সম্ভব নয়। আপনারা সব সময় আমাদের সাথে আছেন এজন্য আপনাদের অনেক ধন্যবাদ। ‘‘
বরেন্দ্রদূত রিপোর্টার : মাইকেল টুডু
Please follow and like us: