গত ২৫ আগস্ট ২০২৩, শুক্রবার সুরশুনিপাড়া ধর্মপল্লীর অন্তর্গত কামারপাড়া গ্রামের খ্রিস্টভক্তদের জন্য ছিল অতি আনন্দঘন একটি দিন। কারণ এ’দিনে গ্রামটিতে নব নির্মিত ‘সান মারিনো গির্জা’ ঘরটি উদ্বোধন ও আশির্বাদ করা হয় এবং মোট ৩০ জন ছেলে-মেয়ে প্রথম খ্রিসটপ্রসাদ ও হস্তার্পণ সংস্কার গ্রহণ করেন।
ফিতা কেটে পাকা গির্জা ঘরটি উদ্বোধন ও আশির্বাদের খ্রিস্টযাগ উৎসর্গ এবং খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কার প্রদান করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। বিশপ মহোদয়ের সহার্পিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন ফাদার উইলিয়াম মুর্মু, ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা ও সহকারী ফাদার সুরেশ পিউরীফিকেশন। খ্রিস্টযাগে প্রায় ৩০০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।
কামারপাড়া গ্রামের খ্রিস্টভক্তদের উদ্দেশ্যে উপদেশ বাণীতে বিশপ মহোদয় বলেন “এই গির্জা ঘর আমাদের অনেক ত্যাগ, সাধনা ও পরিশ্রমের ফল, আমরা যেন এই গির্জা ঘরের যত্ন করি এবং প্রার্থনা ও উপাসনার জন্য সঠিক ব্যবহার করি এবং ছেলে-মেয়েদেরও যেন তা শিক্ষা দেই। আর যারা আমাদের এই গির্জা ঘর নির্মাণ করতে অর্থ ও শ্রম দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। ” একই সাথে হস্তার্পণ প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, হস্তার্পণ সংস্কার লাভ করে তারা যেন খ্রিস্ট বিশ্বাসে দৃঢ় হয় এবং এই বিশ্বাস রক্ষা করে এবং এই বিশ্বাস অনুসারে জীবন-যাপন করে।
খ্রিস্টযাগের শেষে গ্রামের পক্ষ থেকে বিশপ মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন ও উপহার প্রদান করেন। পরিশেষে পাল-পুরোহিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দুপুরে আহারের পর গ্রামের খ্রিস্টভক্তগণ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন