“সিনোডাল মণ্ডলি: খ্রিস্টবিশ্বাসের দায়িত্ব-মিলন, অংশগ্রহণ ও প্রেরণ” বিষয়ের উপর আন্ধারকোঠা ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের কাটেখ্রিস্ট ও খ্রিস্টভক্ত মিলে মোট ৬৫ জনকে নিয়ে অনুষ্ঠিত হলো বিশপের পালকীয় পত্রের উপর সেমিনার।

২৬ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ রোজ শনিবার সেমিনারে উপস্থিত ছিলেন পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া, সহকারী পাল-পুরোহিত ফাদার সাগর কোড়াইয়া ও ধর্মপল্লীর সিস্টারগণ।

স্বাগত বক্তব্যে পাল-পুরোহিত বিশপের পালকীয় পত্রের সংক্ষিপ্ত ধারণা উপস্থাপন করেন। বিশপের পালকীয় পত্রে: বিশপ ও যাজকদের দায়িত্ব, খ্রিস্টভক্তদের দায়িত্ব, সিনোডাল মণ্ডলি ও আমার ধর্মপল্লী-আমার দায়িত্ব, সিনোডাল মণ্ডলি মিলন, অংশগ্রহণ ও প্রেরণ, রাজশাহী খ্রিস্টভক্তদের কি করতে হবে, যাজক ও সন্ন্যাসব্রতীদের করণীয় ইত্যাদি বিস্তারিত সহভাগিতা উপস্থাপন করেন ফাদার বাবলু কোড়াইয়া।

উপস্থাপন শেষে অংশগ্রহণকারীগণ ৪টি দলে ভাগ হয়ে বিশপের পালকীয় পত্রের উপর প্রদত্ত ৩টি প্রশ্নের উত্তর প্রস্তুত করেন ও উপস্থাপন করেন। পাল-পুরোহিতের সমাপনী বক্তব্য ও ফাদার বাবলু কোড়াইয়া এর আশির্বাদ প্রদানের মধ্যদিয়ে শেষ হয় বিশপের পালকীয় পত্রের উপর সেমিনার।

বরেন্দ্রদূত রিপোর্টার: পিটার ডেভিড পালমা

 

Please follow and like us: