দীর্ঘ প্রস্তুতির পর চাঁদপুকুর ধর্মপল্লীর অন্তর্গত বিভিন্ন গ্রামের মোট ৩১ জন ছেলে ও মেয়ে প্রথম পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করেন। গত ২৬ অক্টোবর পুনরায় ছেলে-মেয়েদের পাপ ও অনুতাপ ও প্রার্থনা বিষয়ে ধর্মশিক্ষা প্রদান করা হয় এবং পাপস্কীকার সংস্কারের বিধি ও পাপস্বীকার সংস্কারের অনুশীলন করানো হয়। অতঃপর সন্ধায় সাক্রামেন্তীয় আরাধনা ও পাপস্বীকার সংস্কার প্রদান করা হয়। পাপস্বীকার সংস্কার প্রদান করেন পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া ও ফাদার উজ্জ্বল রিবেরু ।
২৭ তারিখ সকালে খ্রিস্টভক্ত ও প্রথম কমুনিয়ন প্রার্থীদের নিয়ে খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রা করা হয়। কাজিপাড়া গ্রামের মা-মারীয়ার গ্রটো থেকে শোভাযাত্রা শুরু করা হয়। পরবর্তীতে চাঁদপুকুর গ্রামে মধ্যদিয়ে গির্জাঘরে প্রবেশ করা হয়। শোভাযাত্রার সময় হাতে মোমবাতি ও শুভ্র পোশাকের পরিহিত ছিল প্রার্থীগণ।
পবিত্র খ্রিস্টযাগে পাল-পুরোহিত ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া বলেন, যারা আজ প্রথম কমুনিয়ন গ্রহণ করবে তাদের জন্য বিশেষ দিন। কারণ তোমরা প্রত্যেকে যিশুকে তোমাদের অন্তরে বরণ করে নিবে এবং বলবে, যিশু এসো আমার অন্তরে। যিশু বলেছেন, যে আমরা দেহ ও মাংস খায় সে মৃত্যুবরণ করলেও জীবিত থাকবে আর আমরা বিশ্বাস করি আমরা একদিন যিশুর সাথে পুনরুত্থানে মিলিত হবো। তোমরা সব সময় খ্রিস্টপ্রসাদের প্রতি ভক্তি ও ভালোবাসা প্রদান করবে এবং যিশুর কাছে তোমাদের প্রার্থনা নিবেদন করবে।
পরবর্তীতে ছেলে-মেয়েদের সাথে ছবি তোলা ও উপহারের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: উজ্জ্বল সামুয়েল রিবেরু