“শিশুদের আমার কাছে আসতে দাও” মূলসুরকে কেন্দ্র গত ২৫-২৬ আগস্ট চাঁদপুকুর ধর্মপল্লীতে শিশু মঙ্গল দিবস উদযাপিত হয়। উক্ত দিবসে বিভিন্ন গ্রামে মোট ১০০ জন শিশুরা অংশগ্রহণ করেন। ২৫ আগস্ট সকাল ১০ ঘটিকায় প্রার্থনা ও প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পাল-পুরোহিত ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া শিশুমঙ্গল দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া স্বাগত বক্তব্যে বলেন, যিশু নিজে শিশুদের ভালোবাসতেন। তাই তিনি শিষ্যদের বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও। ঠিক তেমনি ভাবে মণ্ডলি তথা আমরা প্রত্যেকে তোমাদের ভালোবাসি আর আমরা চাই তোমরা যেন যিশুর শিক্ষায় বড় হতো পারো এবং বিশ্বাসী ও ভালো হতে পারো।
পরবর্তীতে পরিচয় পর্ব শেষ হলে; ঈশ্বর সৃষ্টিকাহিনী, আদম ও হবা, স্বর্গদূত, আব্রাহাম ও মোশীর কাহিনী, যিশুর জীবন, জন্ম , মৃত্যু ও পুনরুত্থান, কাথলিক মণ্ডলি, সংস্কার, পাপ, রিপু ও অনুতাপ, বিভিন্ন প্রার্থনা শিক্ষা বিষয়ের উপর ক্লাস নেওয়া হয়। সেই সাথে আনন্দ রেলী, কুইজ প্রতিযোগিতা ও যিশুর জীবন কাহিনীর উপর ভিডিও শিশুমঙ্গল দিবস পালিত হয়।
বরেন্দ্রদূত : ফাঃ উজ্জ্বল সামুয়েল রিবেরু