উদাস পথিক

(প্রয়াত জর্জ সুক্লেশ কস্তার মহাপ্রয়াণ স্মরণে)

জন্ম মৃত্যুর জন্মভূমি হলো ‘যাপিত জীবন’

এই জীবনে থাকে সুখ স্বপ্ন

স্বজন প্রিয়জন, পরিবার ঘর-সংসার

বন্ধু-বান্ধব, কর্মস্থল আরো কত কি?

বেচেঁ থাকার আনন্দ রথে থাকে

বিচিত্র রকমের স্বপ্ন, পরিকল্পনা-

‘মৃত্যু’ নামক জীবন নাশের সংকেত ধ্বনী

অজানা আছে এখনো মানুষের আধুনিক আবিষ্কারে।

তাই, সময়ে-অসময়ে চলে যায় অনেকেই

কর্ম-পরিকল্পনার নথি-নকশা পরে থাকে

বড্ড অযত্নে অবহেলায় দুঃখের সৈকতে।

পরিবার সমাজ-খ্রিস্টমণ্ডলি কর্মস্থলের প্রতি

গভীর মমতা-দরদবোধ ও দায়িত্ব নিয়ে

যে মানুষটি ছিলো অতি ব্যস্ত-গলদ ঘর্মী কর্মী,

সবার অগোচরে স্রষ্টার  ডাকে সাড়া দিয়ে তিনি

এখন সাড়ে তিন হাত মাটির কক্ষে নিভৃতে ভীষণ একা।

‘বড্ড অসময়ে তুমি চলে গেলে’- কি স্বান্তনা দিবো

তোমার পরিবার-পরিজন-সন্তনাদের?

নিজের জীবন ছবিতে ফিরে তাকাবার সময় ছিলো না তোমার

এখন নিভৃতে চির-নিদ্রায় ঘুমাও এই প্রার্থনা সবার ।

Please follow and like us: