৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে সাধু যোসেফের ধর্মপল্লী রহনপুরে আনন্দপূর্ণভাবে উদযাপন করা হয় ধন্যা কুমারী মারীয়ার জন্মোৎসব পর্ব। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৫০ জন মারীয়া সেনা সংঘের সদস্যাগণ উপস্থিত ছিলেন। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন আন্ধারকোঠা ধর্মপল্লীর সহকারি পাল-পুরোহিত ফাদার সাগর কোড়াইয়া এবং সহার্পিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন রহনপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বার্ণাড রোজারিওসহ সিস্টারগণ।
খ্রিস্টযাগের উপদেশে ফাদার বলেন, আজকের পর্বটি ষষ্ঠ শতাব্দী থেকে ধন্যা কুমারী মারীয়ার জন্মপর্ব হিসেবে পালিত হয়ে আসছে। মারীয়ার জন্ম জগতে এনেছে পরম আনন্দ, কেননা ঈশ্বর-পুত্র মানব-পরিত্রাতা যিশু খ্রিস্ট জগতে যে-মুক্তি এনেছেন, তাঁর অপাপবিদ্ধা মাতার জন্ম হল সেই মুক্তির প্রথম আভাস। এই বিষয়ে সাধু যোহন দামাসীন লিখে গেছেন : “যেমন সূর্যোদয়ের আগে ঊষা সমস্ত আকাশ রঙিন ক’রে তোলে, তেমনি মানবমুক্তি-দিবাকরের উদয়ের আগে, নির্মলা কুমারী মারীয়ার জন্ম যেন মানব-ভাগ্যাকাশে মুক্তির প্রথম কিরণ”-তাই এই দিনটি বিশেষ আনন্দের দিন।
খ্রিস্টযাগের পর মা মারীয়া’র সেনা সংঘের সদস্যাগণসহ সকলে পর্বীয় কেক কাটার অনুষ্ঠান করেন। এছাড়াও এদিনকে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মা মারীয়ার সেনা সংঘের সদস্যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার