গত ০৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার মারীয়াবাদ ধর্মপল্লী, বোর্ণীতে কুমারী মারীয়ার জন্মোৎসব উদযাপন করা হয়। এখানে উল্লেখ্য যে, এই ধর্মপল্লীতে সেবাকাজ করেন সিস্টারস অব চ্যারিটি সম্প্রদায়ের সিস্টারগণ যারা ‘মারীয়া বাম্বিনা’ বা শিশু মারীয়ার সিস্টার বলে পরিচিত। তাদের ও ধর্মপল্লীর ফাদারগণ, পালকীয় পরিষদ ও খ্রিস্টভক্তগণের উদ্যোগে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শিশু মারীয়ার জন্মপর্ব পালন করা হয়। জন্মোৎসব পর্ব পালনের প্রস্তুতি হিসেবে ৯ দিন পবিত্র খ্রীস্টযাগের পর ‘শিশু মারীয়ার নভেনা প্রার্থনা’ করা হয়।

পর্বের দিন সকাল ৮:২০ মিনিটে কুমারী মারীয়ার মূর্তি নিয়ে শোভাযাত্রা করে রোজারীমালা প্রার্থনা করা হয়। শোভাযাত্রা শেষে গির্জায় শিশু মারীয়ার লিতানী প্রার্থনা করা হয় এবং এরপর সকাল ৯:০০ ঘটিকায় গির্জার পেছন থেকে শোভাযাত্রা করে পর্বীয় খ্রিস্টযাগ শুরু হয়। সহার্পিত খ্রিস্টযাগে পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। খ্রিস্টযাগে আরও উপস্থিত ছিলেন পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’ কস্তা এবং সহ-পুরোহিতদ্বয় ফাদার যোহন মিন্টু রায় ও ফাদার অনিল মারান্ডী।

খ্রিস্টযাগের উপদেশে বিশপ মহোদয় বলেন, “জন্মদিন পালন সব মানুষের জন্যই তাৎপর্যপূর্ণ এবং শিশু মারীয়ার জন্মদিন আধ্যাত্মিক আশীর্বাদে পূর্ণ। তিনি মারীয়া বাম্বিনা সিস্টারগণকে শুভেচ্ছা জানান এবং তাদের জন্য প্রার্থনা করতে সকলকে আহ্বান করেন।

খ্রিস্টযাগ শেষে সিস্টারস অব চ্যারিটি সিস্টারগণের উদ্যোগে নবগঠিত ‘কাপিতানিও দল’-এর মেডেল আশীর্বাদ ও ৬১ জন হাইস্কুল পড়ুয়া মেয়েকে মেডেল পরিয়ে দেবার মধ্য দিয়ে এ দলের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশপ মহোদয়। খ্রিস্টযাগের পর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ধর্মপল্লীর ফাদার এ কান্তন হলরুমে সকাল ১০:৪৫ মিনিটে। সেখানে শিশু-কিশোর থেকে শুরু করে পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় ৫০০ জনেরও বেশী ভক্তজনগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানসুচীর মধ্যে ছিল-প্রদীপ প্রজ্জ্বলন, কুমারী মারীয়া-কে নিয়ে ভক্তিমূলক নাচ, জন্মদিনের নাচ, ফাদার যোহন মিন্টু রায়-এর লেখা ‘মায়ের জন্মদিনে’ কবিতার চমৎকার আবৃত্তি করে শিশু ত্রিকোমা ও ব্রাইডেন। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে ছিল শিশু মারীয়ার জন্ম ও আশ্চর্য কাজ নিয়ে জারিগান, জারিগান গেয়ে সকলকে মুগ্ধ করে বাগবাচ্চা গ্রামের দল। শিশু মারীয়ার জন্মদিনে বিভিন্ন গ্রাম ও সংগঠন থেকে আনা ৯টি কেক কর্তন ও বিতরণ করা হয়। এসময় জন্মদিনের গানও গাওয়া হয়।

শিশু মারীয়ার জন্মদিন পালনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বোর্ণী ধর্মপল্লীর সিস্টার ইনচার্জ সিস্টার পুষ্প রোজারিও, এস.সি. বলেন, ‘নভেনা ও পর্বদিনে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি মুগ্ধ’, পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’ কস্তা বলেন, “প্রথমবারের মতো শিশু থেকে শুরু করে, পিতা-মাতাদের সক্রিয় অংশগ্রহণে আমি অতিশয় আনন্দিত, ভবিষ্যতেও যেন এমন সক্রিয় অংশগ্রহণ ও মায়ের প্রতি ভক্তি প্রকাশ অব্যাহত থাকে। একজন শিশু ত্রিকোমা বলে, ‘শিশু মারীয়ার পর্বদিনে আমার খুব আনন্দ লাগছে’ এবং জারিগানের দলের প্রধান গায়িকা শিক্ষিকা সাগরী গমেজ বলেন, ‘এবারের শিশু মারীয়ার পর্ব অনেক অনেক আনন্দপূর্ণ ও আশীর্বাদমণ্ডিত আমাদের সকলেরই জীবনে।’

এভাবে ২০২৩ খ্রিস্টাব্দের ৮ সেপ্টেম্বর শিশু মারীয়ার পর্বদিনে বোর্ণী ধর্মপল্লীতে বিশপ মহোদয়ের আগমন, প্রার্থনা, খ্রিস্টযাগ ও জন্মদিনকে ঘিরে অনুষ্ঠান যোগ খ্রিস্টভক্তগণের জীবনে বয়ে এনেছে অনেক অনেক আনন্দ ও আশীর্বাদ।

রিপোর্টার : ফাদার যোহন মিন্টু রায় ও ফাদার অনিল মারান্ডী, বোর্ণী ধর্মপল্লী।

Please follow and like us: