গত ০৮ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার,ভবানীপুর ধর্মপল্লীতে জপমালা বিষয়ক সেমিনার ও শিশু মারীয়ার পর্ব পালন করা হয়। ফ‍্যামিলি রোজারি মিনিস্টি্র পরিচালনায় ও ধর্মপল্লীর মারীয়া সংঘের আয়োজনে ১০০ জন মায়েদের নিয়ে সারাদিন ব্যাপি একটি বিশেষ সেমিনারে ও মারীয়ার পর্ব পালন করা হয়।

সকাল ৯:০০ টায় প্রার্থনার মধ্যদিয়ে উক্ত সেমিনারের শুভ সূচনা হয়। পাল-পুরোহিত ফাদার রোহিত মৃ সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এরপর ফ‍্যামিলি রোজারি মিনিস্টি্র পরিচালক ফাদার সুরেশ পিউরীফিকেশন ‘পরিবারে জপমালা প্রার্থনা করার গুরুত্ব’ এই বিষয়ে সহভাগিতা করেন। সিস্টার মারিয়া কিস্কু কুমারী মারিয়ার কাছে বিশ্বাস নিয়ে প্রার্থনা করার ফল লাভের সাক্ষ্য সহভাগিতা করেন। এরপর ফাদার রোহিত মৃ সকলকে কুমারী মারিয়ার জীবনের উপর একটি ফিল্ম দেখান।

পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার সুরেশ পিউরীফিকেশন সহার্পিত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন পাল-পুরোহিত ফাদার রোহিত মৃ। পবিত্র খ্রিস্টযাগের পর ফ‍্যামিলি রোজারি মিনিস্টি্র পক্ষ থেকে সকলকে মারীয়ার ছবি উপহার দেওয়া হয়। শ্রদ্ধেয় পাল-পুরোহিত জপমালা বিষয়ক সেমিনার ও শিশু মারীয়ার পর্বে অংশগ্রহণকারী সকলকে ধন‍্যবাদ জানান।

মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে সেমিনার সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন

Please follow and like us: