গত ১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি ও পালকীয় সেবাকেন্দ্রে ধর্মপ্রদেশীয় পালকীয় কর্মশালায় “মিলন ধ্যানে জীবন উৎসব” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ধর্মপ্রদেশীয় এই বার্ষিক পালকীয় কর্মশালায় প্রায় ২৭৫ জন খ্রিস্টভক্তের উপস্থিতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এই বইটির লেখক ফাদার দিলীপ এস. কস্তা।
এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ধর্মপ্রদেশেদের বিশপ জের্ভাস রোজারিও বলেন, “আমি আজ সত্যিই আনন্দিত কারণ ফাদার দিলীপ তার চিন্তা চেতনা এই বই’র মাধ্যমে আমাদের সাথে সহভাগিতা করেছেন। আর এই বইটি পাঠ করার মধ্যদিয়ে আমরা অনেকেই ব্যক্তি জীবনে উপকৃত হতে পারব বলে আমি মনে করি।”
বইটির লেখক ফাদার দিলীপ এস. কস্তা বলেন, “মিলন ধ্যানে জীবন উৎসব” মূলত একটি প্রবন্ধ সংকলন। মোট ২৫ টি প্রবন্ধের সমাহার হলো এই বইটি। খ্রিস্টমণ্ডলি, সমাজ-পরিবার, মাণ্ডলিক শিক্ষা সংস্কৃতি জীবনের উপলব্ধি ও ব্যক্তিগত তাগিদকে আশ্রয় করে প্রবন্ধগুলো লিখতে চেষ্টা করেছি। মূলত খ্রিস্টমণ্ডলি, সমাজ ও ধর্মীয় শিক্ষার ছাপ প্রতিভূত হয়েছে প্রবন্ধগুলির মাধ্যমে। ধর্মীয় ও খ্রিস্টিয় জীবনের আধ্যাত্মিক উৎকর্ষ লাভে খোরাক হিসেবে সহায়তা দিবে বলে আমি বিশ্বাস করি।”
এই বইটি পাওয়া যাবে প্রতিবেশী ও খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের দোকানে আর এই বইটি প্রকাশ করেছে প্রতিবেশী প্রকাশনী। এই বইটির বর্তমান মূল্য ১৫০/- টাকা।
এছাড়াও লেখকের আরো ৯ টি বই প্রকাশিত হয়েছে, তা হলো; জীবন ধ্যানে নিঃশব্দ পদাবলী, খুঁজি তারে নীরবে নিভৃতে, বেঁচে আছি তাঁরই নিমগ্ন ধ্যানে, আলোকিত জীবন সন্ধানে, যাজকত্ব: ঐশ নিমন্ত্রণে আত্নসমর্পন, বনলোকে বোর্ণী মারীয়াবাদ ধর্মপল্লী, বাংলাদেশ খ্রীষ্টমণ্ডীর পরিচিতি, প্রণাম মারীয়া: দয়াময়ী মাতা এবং আমার ধর্মপল্লী আমার দায়িত্ব।
বরেন্দ্রদূত রিপোর্টার