“এসো জপমালা করি, কুমারী মারীয়ার আর্দশে জীবন যাপন করি”-উক্ত মূলসুরকে কেন্দ্র করে চাঁদপুকুর ধর্মপল্লী ও হলিক্রস ফ্যামিলি সিরিস্ট্রিস,রাজশাহীর যৌথ উদ্দ্যোগে গত ১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টবর্ষ সারাদিন ব্যাপি চাঁদপুকুর ধর্মপল্লীতে শাশুড়ি মা ও বৌ মায়েদের নিয়ে সেমিনার করা হয়।
সকাল দশ ঘটিকায় প্রার্থনা, প্রদ্বীপ প্রজ্জ্বলন ও আগুনের পরশমণি…গানের মধ্য দিয়ে সেমিনারের শুভ উদ্বোধন করে চাঁদপুকুর ধর্মপল্লীল পাল-পুরোহিত ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ফাদার প্রশান্ত টি. আইন্দ, ফাদার উজ্জ্বল রিবেরু, সিস্টার রাণী সরেন, সিস্টার মিরাল্লা হাঁসদা, ক্যাটিখ্রিস্ট মাস্টার হপিন হাঁসদাসহ বিভিন্ন গ্রাম থেকে আগত মোট ১৬৭ জন মা।
সেমিনারের শুরুতেই পাল-পুরোহিত ফাদার বেলিসারিও সিরো মন্তোয়া সকল মাকে স্বাগত জানান এবং পরিবারে সকলকে নিয়ে রোজারিমালা প্রার্থনা করার অনুরোধ জানান। তিনি বলেন, পরিবারের রাণী মা-মারীয়া, যিনি আমাদের সকল মায়ের আদর্শ।
উক্ত সেমিনারের প্রধান বক্তা ফাদার প্রশান্ত টি. আইন্দ মারীয়ার জীবন, তাঁর দর্শন দানের ঘটনা, প্রণাম মারীয়া প্রার্থনার ও জপমালা প্রার্থনার ইতিহাস এবং ব্যক্তি জীবনে এর প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও শিক্ষা প্রদান করেন। তিনি বলেন, একজন যাজক হিসেবে রোজারিমালা প্রার্থনা আমাকে পবিত্রতার পথে চলতে সাহায্য করে এবং আমি বিশ্বাস করি পরিবারে জপমালা প্রার্থনার মধ্যদিয়ে পারিবারিক উন্নতি ও শান্তি আসবে। তাই সকল মাকে তিনি জপমালা প্রার্থনা করার জন্য বিশেষ অনুরোধ জানান।
পরবর্তীতে দুপুরের আহারের পর শোভাযাত্রা করে রোজারিমালা প্রার্থনা করে গির্জাঘরে প্রবেশ করা এবং পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। পবিত্র খ্রিস্টযাগের পর দলীয় ছবি এবং উপহার হিসেবে সবাইকে মা-মারীয়ার ছবি প্রদান করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: উজ্জ্বল রিবেরু