গত ২৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার মারীয়াবাদ ধর্মপল্লী, বোর্ণীতে সাধু ভিনসেন্ট ডি’ পলের পর্ব উদযাপন করা হয়। ধর্মপল্লীর ফাদারগণ, সিস্টারগণ, পালকীয় পরিষদ, খ্রিস্টভক্তগণ ও সাধু ভিনসেন্ট ডি’ পলের সোসাইটির সদস্য ও সদস্যার উদ্যোগে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পর্ব পালন করা হয়।
সকাল ৯:০০ ঘটিকায় গির্জার পেছন থেকে শোভাযাত্রা করে পর্বীয় খ্রিস্টযাগ শুরু হয়। সহার্পিত খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার যোহন মিন্টু রায়। খ্রিস্টযাগের উপদেশে ফাদার সাধু ভিনসেন্ট ডি’ পলের জীবনী তুলে ধরেন এবং তিনি বলেন যে, সাধু ভিনসেন্ট ডি’ পল গরীব- দুঃখী, অনাথ-অসহায় ও বিধবাদের সেবা যত্ন করেছেন। আপনারাও যেন তাঁরই মত আমাদের খ্রিস্টীয় পরিবারে ও সমাজে সেবাকাজ করতে পারেন। খ্রিস্টযাগে ছেলে- মেয়ে, খ্রিস্টভক্ত ও ভিনসেনসিয়ান ভাইবোনসহ প্রায় ১০০ জনেরও বেশী উপস্থিত ছিলেন।
খ্রিস্টযাগের পর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ধর্মপল্লীর ফাদার এ কান্তন হলরুমে সকাল ১০:৪৫ মিনিটে। সেখানে ফাদার যোহন মিন্টু রায়, ফাদার অনিল মারাণ্ডী ও সাধু ভিনসেন্ট ডি’ পলের সোসাইটির সদস্য ও সদস্যাদের ফুলের শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সোসাইটির কার্যক্রম শুরু হয়।
কার্যক্রমের শুরুতে সোসাইটির সভানেত্রী মালতি মাথিউ সবাইকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘‘গত বছরের ন্যায় এবারও আমরা সবাই মিলে আমাদের সোসাইটির পর্ব সুন্দর ও সার্থকভাবে পালন করতে পেরেছি । তাই প্রথমত পিতা ঈশ্বরকে ও ফাদার- সিস্টারদের বিশেষ করে ফাদার যোহন মিন্টু রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরোও বলেন, আমরা সকলেই যেন আমাদের দায়িত্ব কর্তব্য পালন করি ও গরীব-দুঃখী, অনাথ ও অসহায় ভাই-বোনদের সাহায্য সহযোগিতা করি। আলোচনা শেষে সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, এবছর রোগী বাড়ি পরিদর্শন, অনুদান নিজেরা দিয়ে এবং অনুদান সংগ্রহ করে তাদের ঔষধ ও পথ্য কিনতে সহায়তা করা, বড়দিনে দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য বিতরণ ও সমস্যাগ্রস্থ পরিবার পরিদর্শন করা হবে।
পরিশেষে সোসাইটির সভানেত্রী মালতি মাথিউস সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও জলযোগের মধ্য দিয়ে দিনের কার্যক্রম সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার যোহন মিন্টু রায় ও ফাদার অনিল মারান্ডী, বোর্ণী ধর্মপল্লী