গত ২ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাইস্কুলে বিজ্ঞানমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রদ্ধেয় ফাদার প্রদীপ কস্তা, বিশেষ অতিথি হিসেবে কাদমা হাইস্কুলের সহকারী শিক্ষক মি: বিপ্লব মুরমু, সিস্টারসহ আরও কয়েকজন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক ফাদার সুরেশ পিউরীফিকেশন।
অনুষ্ঠানের প্রথমেই ছিল জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত। এরপর ম্যানেজিং কমিটির সভাপতি শ্রদ্ধেয় ফাদার প্রদীপ কস্তা বিজ্ঞানমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, ‘এই বিজ্ঞানমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশের জন্য একটি সুন্দর প্রচেষ্টা।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সুরেশ পিউরীফিকেশন শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রথমবারের মত আমরা লোভেরে জুনিয়র হাইস্কুলে বিজ্ঞানমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি যা আমাদের ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ পাবে। লেখা- পড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে দক্ষতা অর্জন করতে পারবে।
এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস ভিক্তিক বিভিন্ন দলে নাচ, গান, ছড়া ও নাটিকা গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও বিজ্ঞানমেলার প্রজেক্ট উপস্থাপনায় অংশগ্রহণ করে।
পরিশেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন