সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজন করা হয় ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী ও দোয়া মাহফিল’। এতে অত্র স্কুলের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এই দিনে শুরুতেই ছিল, কোরআন তেলওয়াত, গজল এবং হামদ-নাত প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বক্তাগণ মহানবীর জীবনী ও তার বিভিন্ন গুণাবলী নিয়ে আলোচনা করেন। ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহন করেন। ৬৩ বছর বয়সে এই দিনেই ইন্তেকাল করেন।
কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ তার বক্তব্যে বলেন, “যে সময় মহানবী (সা) এর আর্বিভাব, তখন আরব ছিল কুসংস্কার অন্ধকারে আচ্ছন্ন ছিল। তিনি এই পৃথিবীতে এসে শান্তির ধর্ম প্রতিষ্ঠা করেন”। তিনি আরও বলেন, “হযরত মোহাম্মদের আদর্শ অনুস্মরণ আমরাও এই পৃথিবীতে শান্তির জন্য কাজ করতে পারি”।
পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। মধ্যাহ্নের আহারের পর পবিত্র ঈদে মিলাদুন্নবী ও দোয়া মাফফিল শেষ হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : পিটার হেম্ব্রম