“শিক্ষার জন্য আমাদের সেই শিক্ষক প্রয়োজন, যারা বিশ্বব্যাপি সুশিক্ষকের ঘাটতি পূরণ করবে।” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যতা সহকারে মুক্তিদাতা হাই স্কুল, বাগানপাড়া, রাজশাহী-এর আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ পালন করে হয়। শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে, উপহারে-ভোজনে উক্ত দিবসকে প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত করে তোলে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার ফাবিয়ান মারান্ডী, সভাপতি, পরিচালনা পর্ষদ, মুক্তিদাতা হাই স্কুল, আন্তঃধর্মীয় সংলাপ কমিটির সেক্রেটারি ও বেনীদুয়ার ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার প্যাট্টিক গমেজ এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি।
দিবসের প্রারম্ভে ফাদার প্যাট্টিক গমেজ শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে মূলসুরের উপর একটি বিশেষ সেশন পরিচালনা করেন, যা শিক্ষক-শিক্ষিকাদের আগামী দিনের পাথেয় হয়ে থাকবে বলে শিক্ষকগণ মত প্রকাশ করেন। অত:পর সকল শিক্ষক-শিক্ষিকাগণ শিক্ষার্থীসহ হল রুমে প্রবেশ করলে উদ্বোধনী নৃত্যের মাধ্যমে শিক্ষার্থীরা অতিথি, প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দকে আসন গ্রহণ, ফুলের তোড়া, উত্তোরিও এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেন।
উদ্বোধনী বক্তব্যে মিসেস মনিকা ঘরামী সকলকে শিক্ষক দিবসের উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি তার বক্তব্যে বলেন যে, শিক্ষকরা হলেন সমাজের বিবেক স্বরূপ। তারা সমাজের নেতৃত্ব প্রদান করেন। সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। সমাজের অগ্রগতির অগ্রপথিকই হলো শিক্ষক মণ্ডলি। শিক্ষক দিবসকে কেন্দ্র করে পতিপাদ্য বিষয়ের উপর মিসেস সবিতা মারান্ডী এবং শিক্ষক দিবসের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে মো. রফিকুল ইসলাম ছাত্র ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে তাদের সহভাগিতা উপস্থাপন করেন। এছাড়াও ফাদার ফাবিয়ান মারান্ডী, ফাদার প্যাট্টিক গমেজ এবং প্রধান শিক্ষক বক্তব্য রাখেন ও দিবসের তাৎপর্য তুলে ধরেন। বক্তব্যে তারা বলেন শিক্ষকতা একটি উচু মানদন্ডের সেবা কাজ এবং এই সেবা কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা সকল শিক্ষককে উৎসাহ প্রদান করে বলেন যে, শিক্ষকতা একটি মহান সেবা কাজ। এই সেবা কাজের উপরই নির্ভর করে অন্যান্য সকল পেশ অর্থাৎ শিক্ষকতাই সকল পেশার জনক, ধারক ও বাহক। তারা আরো বলেন যে, শিক্ষকতা কোন পেশা নয়, উপার্জনের কোন ক্ষেত্রও নয়, শিক্ষকতা হচ্ছে আদর্শ মানুষ গড়ার একটি নিরন্তর সাধনা।
পরে শ্রেণী অনুসারে ৬টি দেয়ালিকার শুভ উদ্বোধন, সকল শিক্ষক-শিক্ষিকার উদ্দেশ্যে মানপত্র পাঠ, সম্মাননা স্মারক প্রদান, বিশেষ উপহার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়।
পরিশেষে প্রধান শিক্ষক মহোদয় ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সমাপনী বক্তব্য প্রদানসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দিনের কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন এবং দুপুরের আহার গ্রহণ করে সকলে বিদায় জানান।
বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন