হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’তে ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করা হয়। শিক্ষকদের প্রতি বিশেষ সন্মান ও মর্যাদাপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকার কথা ছিল শ্রদ্ধেয় শিক্ষক ড. শরমিন ফেরদৌস চৌধুরী, আঞ্চলিক উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী। কিন্তু বৃষ্টিজনিত কারণে উপস্থিত হতে পারেননি। আমরা তাঁকে বিশেষ শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব হ্যাপী কুমার দাস, সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানের প্রথমেই ছিল জাতীয় সংগীত, প্রদীপ প্রজ্জ্বলন ও শিক্ষক দিবস উপলক্ষ্যে বিশেষ কেক কাটা। তারপর শিক্ষার্থীরা সকল শিক্ষকদের ফুলের মাধ্যমে তাদের সন্মানিত শিক্ষকদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করে। অনুষ্ঠানের প্রথমেই ছিল স্বাগত বক্তব্য, অনুভূতি প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষকদের চরিত্রায়ন অভিনয়। অনুষ্ঠানের শেষে সকল শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের ক্ষুদ্র ভালোবাসা প্রকাশপূর্বক “বিশ্ব শিক্ষক দিবস” অনুষ্ঠানটি’র সমাপ্ত হয়। শিক্ষকরা সারা জীবন সন্মানিত ও সমাদৃত হোক। সৃষ্টিকর্তা তাঁদের সুন্দর, সুস্থ শরীর ও মন দান করুন। হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী পরিবারের পক্ষ থেকে বিশ্বের সকল শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ৫ অক্টোবর, রোজ বৃহস্পতিবার “বিশ্ব শিক্ষক দিবস” এর দিনে নিজস্ব ভবনের ৪র্থ তলায় নিজস্ব গ্রন্থাগারের (লাইব্রেরি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শ্রদ্ধেয় শিক্ষক হ্যাপী কুমার দাস, সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন থেকে শিক্ষার্থীরা শ্রেণি পাঠদানের পাশাপাশি লাইব্রেরীতে পড়তে পারবে এবং পড়ার জন্য বই নিতে পারবে।
বরেন্দ্রদূত রিপোর্টার : হিলারিউস মুরমু