গত ৮ অক্টোবর সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে ৯ম ব্যাচের একাদশ শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে কলেজে বরণ করে নেওয়া হয় এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা: মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা সভাপতি, গভর্নিং বডি, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ। সভাপতিত্ব করেন ড. ফাদার শংকর ডমিনিক গমেজ অধ্যক্ষ, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ। আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শাখার ইনচার্জ শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজ, প্রাথমিক শাখার ইনচার্জ সি. মেরী জয়া এসএমআরএ। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অধ্যক্ষ মহোদয় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং কলেজে বরণ করে নেন।

প্রধান অতিথি আলহাজ্ব ডা: মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী বক্তব্যের সময় বলেন, “আমি সেন্ট যোসেফস্ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। এই প্রতিষ্ঠান আমাকে শিখিয়েছে কিভাবে মানব সেবা করতে হয়। তোমরা নতুন যারা ভালোভাবে পড়াশোনা কর। যাতে দেশের জন্য প্রত্যেকে এক একটি প্রদীপ হতে পারো”।

ফাদার দিলীপ এস. কস্তা তার বক্তব্যে বলেন, “একজন পূর্ণগঠিত ও শিক্ষিত মানুষ হতে হলে পড়াশোনার কোনো বিকল্প এবং শেষ নাই”। তিনি আরো বলেন, “ প্রকৃত শিক্ষা মানুষকে মানবিক, ধার্মিক, সৎ ও বিবেকবান মানুষ হতে সহায়তা করে।”

ফাদার পিউস গমেজ, মাধ্যমিক শাখার ইনচার্জ নতুনদের উদ্দেশ্য করে বলেন, “তোমরা আজকের দিনে যে নতুন উদ্দীপনা নিয়ে এসছো তা শেষ পর্যন্ত ধরে রাখো। সব কিছু নিয়ম মাফিক করো ভবিষ্যতে জয় তোমাদের হবেই। নিজেকে এমনভাবে প্রস্তত করো যাতে যে কোন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারো।”

ড. ফাদার শংকর ডমিনিক গমেজ তার বক্তব্যে বলেন, “তোমরা শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হও, যাতে করে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো”। তিনি আরো বলেন অভিভাবকরা যেন তাদের সন্তানদের প্রতি যত্নশীল হন। যাতে করে তাদের লক্ষ্যে পৌঁছাতে তাদের যে কোন বাধা আসলে তারা অতিক্রম করতে পারে।

নবীন বরণ অনুষ্ঠানের পরে অত্র প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ক্লাবের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে ২০২২ খ্রিস্টাব্দের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

পরিশেষে অধ্যক্ষ মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : পিতর হেম্ব্রম

Please follow and like us: