গত ৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রহনপুর ধর্মপল্লীতে মহাসমারোহে মা-মারিয়ার জন্মের (মারিয়া সেনা সংঘের) মহাপর্ব পালন করা হয়। আধ্যাত্মিক প্রস্তুতির জন্য পর্বের আগে ৯ দিন ব্যাপী খ্রিস্টযাগ ও নভেনা প্রার্থনা করা হয়। ৮ সেপ্টেম্বর সকাল ৬:৩০ মিনিটে গির্জা ঘরের সামনে থেকে মা মারিয়ার মূর্তি নিয়ে ভ‚বন মোহনী গান ও নৃত্যের মাধ্যমে ভক্তিপূর্ণভাবে শোভাযাত্রার মাধ্যমে গির্জা ঘরে প্রবেশ করে মা মারিয়ার মূর্তি নির্দিষ্ট স্থানে স্থাপন করা হয়। মা মারিয়া প্রতি সন্মানার্থে প্রদীপ জ্বালিয়ে মারিয়া মূর্তিকে মালা পরানো হয়।
পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার সাগর কোড়াইয়া ও সঙ্গে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বার্ণার্ড রোজারিও। উপদেশে ফাদার সাগর কোড়াইয়া বলেন, “মা মারিয়া হচ্ছেন যিশুর মা, মণ্ডলির মা এবং আমাদের সকলে মা। তিনি ঈশ্বর মনোনীত ও অনুগৃহীতা। যার মধ্যদিয়ে পুত্র যিশু এ জগতে এসেছেন”। তিনি সকলকে মা মারিয়ার প্রতি গভীর বিশ্বাস ও ভক্তি বৃদ্ধি করতে আহ্বান জানান।
উপদেশের পর মারিয়া সেনা সংঘের সদস্যাগণ মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতিজ্ঞা নবায়ন করেন। খ্রিস্টযাগের পর গির্জাঘরের সামনের বারান্দায় মা মারিয়ার জন্মদিন উপলক্ষ্যে ছোট অনুষ্ঠানের মাধ্যমে কেক কাটা হয় ও সকলকে মিষ্টি খাওয়ানো হয়।
সকাল ১০:৩০ মিনিটে মারিয়া সেনা সংঘের সদস্যাদের উদ্দেশে মা মারিয়ার জীবনী সহভাগিতা করেন ফাদার বার্ণার্ড রোজারিও। এরপর সকলে দুপুরের প্রীতিভোজে অংশ গ্রহণ করেন। তারপর সকলে স্বতঃস্ফুর্তভাবে খেলাধূলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার বার্ণার্ড রোজারিও। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি করেন শ্রদ্ধেয়া সিস্টার মালতী রোজারিও, সিআইসি। উক্ত পর্বীয় অনুষ্ঠানে মোট জন ৭২ উপস্থিত ছিল।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার যোয়াকিম হেম্ব্রম